Posts

Showing posts from February, 2024

কখন

 কখন যে কি অনুভূতি হয়!  কেউ জানেনা... !  কখনও একা,  কখনও ক্লান্ত,  কখনও শান্ত, কখনও বিভ্রান্ত! কখনও আনন্দ আপ্লুত!!   কখনও ভারাক্রান্ত,  কখনও নীরব,  কখনও হাসি,  কখনও দুঃখ রাশি রাশি!

অজুহাত

 অজুহাত  কতনা অজুহাত ছিলো!  সরি তিনটা হাত তোমার ডান হাত,বাম হাত আর অজুহাত,  একটু কথা বলতে চাইলে ঘুমাবো মাথা ব্যথা, রাত জাগতে পারিনা হেথা,  এটা না ঐটা,.....  যদি বলি এখন রাত জাগো কেন?  এখন কি মাথা ব্যথা নেই?  অজুহাত কি আমাতেই?  দীর্ঘ ৫টা বছর কত ছলনা করেইনা কাটালে?  কত ঘেরাকল না পাটালে!  শেষ মেস আমাকেই হাতালে!  আচ্ছা এখন তোমার মানুষ কি বলে একটু রাত জাগো?  নাকি না বললেও না রাগো?  আগে তো একটু হলেই রেগে যেতে, এখন তোমার দিবসও রজনী কেমন করে কাটে?? আমি না এখনও খুব মিস করি,,, কিন্তু মাঝে মাঝে এও চিন্তা করি আগের মত যেন না মরি!  সুখেই আছো দেখলাম!  রাত জাগো, নেই অজুহাত, নেই অভিযোগ,

সিঙ্গেল

 সিঙ্গেল পুরুষ!  😔 আমিও একখান প্রেম করতাম চাই?  কেউ হয়বা আমার প্রেমীকা??  গুরমু ফিরমু,ফুচকা খামু,! রিকশায় গুরমু!  পাশাপাশি দুইজনে হাটমু?  শহরটারে দেখমু নয়ন জুড়াইয়া!  কথা কমু, এক লগে বমু!  তুমি কল দিবা, আমি দিমু!  মেসেজে আলাপ হয়বো!  ফেসবুকে রিলেশনশিপ দিমু, দুই জনে ছবি তুলমু!  Instagram এ ছবি দিমু!  দুইজনে টিকটক করমু ভাইরাল হমু!  আহা কত স্বপ্ন গো আমার,  কেউ কি হয়বা?  আমার লগে কেউ কথা কয়বা? একজন সিঙ্গেল  পুরুষের আবেগ জড়ানো কথা!

রুচি

 ★★★★রুচি ★★★ যে বেডারে তুমি টাকার লাগি ফালাইয়া গেসো?  সে এখন মুটতেও ৫টাকা খরচ করে!  যে বেডারে তুমি এক আকাশ স্বপ্ন দেখাইসো,  সে বেডা এখন মানসেরে দেখায়! যে বেডারে তুমি একা করে গেসো,  সে বেডা এখন শক্ত হাতে লড়াই করে!  সে বেডা এখন ক্ষণে ক্ষণে টাকা ধরে!  যে বেডা সিগারেট খাওয়ার টাকা চাইতো,  সে বেডা এখন সিগারেট খাইনা,  যে বেডারে বন্ধু বান্ধব এর লাইগা ছাইড়া গেসো,  সে এখন কারো কাছে যায়না!  তুমি টাকায় চিনলা, বেডারে চিনলানা!  পরিবর্তন করার চেষ্টাও করলানা!  হুনলাম ভালাই আসো, অন্য বেডারে লইয়া!  আচ্ছা যে বেডা একই খাটে ঘুমাইতো তার সেই খাটে অন্য বেডারে কেমনে পারো নিয়া ঘুমাইতো,   আমি বুঝিনা এত রুচি কেমনে?   এই রুচি যদি বেডার থাকতো  তাইলে তো ভালাই হয়তো!  ২০০টাকা ফালাইয়া প্রতিদিন রাইতে, মাগী পাড়াই দেখতা যায়তে,, রুচি নাই গো রুচি নাই!  এখন বেডি মানুষ দেখলে কম কয়রা হয়লেও ৩হাত দুরে দিয়া হাইট্টা যায়!  যদি রুচি থাকতো  তাইলে ভালাই হয়তো!  বেডাও কয়তো এত টেশ কে??   খালি টাকা ছিটাইতাম আর টেশ নিতাম!  বেডার রুচির ঔষধ খাওন লাগবো,  মুহে রুচি পাইনা, এক বেডার কলায় মন ভরে না,  হাদে কি কয়??  পুরুষ মানুষ বেশ্যা হয়না  বেডি ম

টাকা

 একদিন কয়সিলাম টাকা আমারো হয়বো!  আমার সবই হয়বো!  কিন্তু তুমি হয়বানা!  আমার জীবনে তুমি রইবানা!  টাকা রে টাকা  তোর জন্য সবই ফাঁকা,  টাকা তুই যদি ঐদিন থাকতি,  আমার ঘর থাকতো, সংসার হয়তো,  সম্পর্ক হয়তো, মেলা কিসু কিনতো?  গাড়ি কিনতো, শাড়ি কিনতো!  গহনা গলায় জুলতো!  টাকা দেখ তুই এখন আসোস এখন কেউ নাই! সংসার নাই, ঘর নাই, পর নাই, আপন নাই, কেউ নাই,  আবার সবই হয়বো,  টাকা আসে সবই আসে!  টাকা তুই ঐদিন থাকলেই হয়তো, আজ এত কষ্ট করুন লাগতো না!  🥀💔😪😪

নতুন জীবন

 এক বেডার প্রেম কাহিনী!  এক বেডা ফেসবুকে কেমনে জানি পরিচয় হয়লো এক বেডির লগে ,  বেডি প্রেম কয়রা ছেকা খায়সে স্ট্যাটাশ দিসে,  কমেন্ট করতো গিয়া ইনবক্সে কথা হয়লো, বেডিরে বুঝাইলো,  কোন এক সিলেটি পুয়ার লগে প্রেম কয়রা নাকি ছেকা খায়সে!  এমনে কয়রা একদিন কথা হয়, ভালা মন্দ জিগায়, পরে কেমনে কেমনে জানি প্রেম হয়লো বেডার লগে বেডির!  নাম্বার চাইলো ফোনে কথা হয়লো,  বেডি কয় বেডারে আহো দেহা কয়রা যাও, বেডার তো মাথা নষ্ট কেমনে দেহা করবো সেই ধান্ধায়,  বেডি কয় বেডারে আজকে দেখা করলে আমারে পাইবা না করলে ব্র্যাক আপ!  বেডাই পড়লো মুশকিলে??  বেডাই হের কাছে টাকা চাই ওর কাছে টাকা চাই পাইনা দেখা করবো কেউ টেকা দিলে!  পাইনা পাইনা কি করবো বেডাই??  পরে বড়দিন মার্কেট করতে তার মায়ে টেকা পাদায়!  ঐদা লইয়া দিলো ছুট, ঠেকায় কোন হালার পুত?  একখান ময়লা শার্ট, ছেড়া পেন্ট পইরা গেলো,  হায় হায় লেইট হয়লো নাকি?  গিয়া কল কয়রা বেডিরে পাইলো!  একটু লেইট হয়সে বলে কি রাগ বেডির!   বেডি সুইস পেন্ট পইরা আয়সে লগে বান্ধবী? বেডাই জিগায়লো কিসু খায়বা?  বেডি আর বান্ধবী কয় না খামুনা,  দেখা হয়সে এখন জায়গা!  আচ্ছা তে যাওগা!  একখান সিএনজি কয়রা গেলোগা,  বে

চাকরী

 ★একটা চাকরী হাড়ানোর গপ্প!★ এক গ্রামের পোলা গেলো চাকরী করতো ঢাহা শহরও, চাকরী পাইলো না খাইয়া দা দাইয়া ডিউটি করতো! পোলায় নতুন বিয়া কয়রা বউ রাইখা আয়সে গ্রামো, মন কি আর মানে? মন খালি যায় বউ এর বারাত, ফোনে কথা কয়লে কি আর পুসে?  সারাদিন থাকতো ফোনে কান,  ঐ জান এই জান কত জান!   বউ কয়লো টাকা লাগবো জামা শিলায়সি, পোলারে জিগায় কতদিন হয়লো ডিউটি?  মাত্র ২০দিন সুইটি!   বেতন এহন পামুনা আর ১০দিন অপেক্ষা করো!  বউ কি আর মানে?  পোলা যে না খাইয়া ডিউটি করে বউ কি টা জানে?  তার লাগবো টাকা হায়রে টাকা!  বেতন দেয়না পকেট ফাঁকা!   বউএ কয় টাকা পাদাও নাইলে তোমার ভাত খাইতাম না!  পোলা আর কি করে বউ বাচানোই  লাগবো,  নয়লে তো বউ ভাগবো?  মালিক দিয়া গেসে পানির বিল,  ঐটাই দিয়া দিলো!  মালিক রাতে আয়সা জিগাই টাকা করসো কি?  পোলায় কয় আমি খরচ কয়রালছি!  মালিকে রাগ করে গালাগালি করে পাঠায়া দিলো,  চাকরী নত,  মন করে ছতফত!  বউ এ কয় টাকা পায়সি জামাও শিলায়সি, পোলা মনে মনে কয় আমি তো চাকরী হাড়ায়সি!  বউ রে কয়তেও পারেনা যে চাকরী গেসে?  বউ যদি যায় এই কথা শুইন্না শেষে!  হাতে নাই টেকা পোলায় রাস্তায় রাস্তায় ঘোরে, খুদার জ্বালায় মরে!  ঢাহা শহর আত্ব

বোরকা

 তুই বোরকা পড়ই, আমিও থাহি ঢাহা শহরই,  একদিন না একদিন হয়বো দেখা, খেয়ে যাবা বেবাচেকা!  তোরে দেখলে আমার মন মানতো না,  তহন ভাইরাল মহিলার মত আবেগে কাজ করবো বিবেকে না!   খালি চোখ দুইদা বাহির করবা,  আর কাপড় দিয়া ডাইক্কা রাখবা!  আমি যাতে না দেহি তোর দেহো, তোরে খায়তাসে অন্য কেহো!  আমার সহ্য হয়তো না রে?   নিয়া আসো যে অন্য বেডারে!  আচ্ছা তোমাগো কি মরনের ভয় ধর নাই? ধর্মের ভয় ধর নাই তোমাগো লাইগ্গা কি নরক বলতে কিছু নাই??  ছলনা কয়রা যাওগা এইদা কি ভালা থেহে? মানসে কি না দেহে??  বোরকা পইরো,  সৃষ্টি কর্তারে ভয় ধর কয়রো!   সৃষ্টিকর্তা রে না ধরায়লেও মানসম্মান দা একটু ধয়রা রাইখো, মানসে কি কয়বো?  তোমারে না আরেক বেডার লগে ৫বছর দেখসি,  এহন আরেক বেডা কে?  এই লাজ শরম টুকু রাইখো!  তোমরা তো মহিলা কথায় আসে লজ্জা নাকি নারীর ভুষণ, যে বেডা কয়লো হে কি,  মিসা কথায় কয়লো নাকি?   নারীর তো লাজলজ্জা টুকুন নাই!  এক বেডারে রাইখা অন্য বেডার কাসে যায়!  হায়রে হায়! হায়রে হায়...  কি দিন দেখবো এই জামানায়!

চুতিয়া

 চুটিয়া রা এখন লেখালেখি খায়না!  এখন ভিডিও খায় মাইয়া মানসেরে খায়,,  মাইয়া মানসের হাটু খায়, বুক খায়!  এখন শুধু চাই আর চাই!  হায়রে হায় হায়রে হায়!  লেখা লেখির যুগ শেষ,, এখন নাকি ডিজিটাল বাংলাদেশ!   লেখা লেখি বন্ধ  লেখকের গায়ে গন্ধ!   যায়তে চাইনা লেখকের ধারে, লেখা লেখি খায়না কারে!

আমিও একদিন চলে যাবো

 সেই দিনটা আর বেশি দূরে নয়,  যেদিন একেবারে ভুলে যাবো তোমায়। একটুও মনে পড়বে না তোমায়।  মনে পড়বে নাহ তোমার আমার দিকে ওই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা চাহনি। মনে পড়বে নাহ ছিলো কেউ একজন যে আমার জন্য এত্ত এত্ত পাগলামি করতো,  সময়ের সাথে সাথে একদিন সেসবও ভুলে যাবো।  ঠিক ভুলে যাবো না বরং ভুলতে বাধ্য হবো। সেদিন হঠাৎই রাস্তায় হাঁটতে হাঁটতে একজনের সাথে অনাকাঙ্খিত ভাবে আলাপ, দুদিন পর সেটাও ভুলে গেছিলাম।  এত অল্প সময়ে না পারলেও, অনেকটা সময় নিয়ে হলেও, একদিন তোমাকেও ঠিক ভুলে যাবো। একদিন আমিও তুমিহীন খুব ভালোভাবে বাঁচবো।  তুমি যেমন একজনকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়ে, তারপর স্বপ্নটাকে দুহাতে দুমরে মুচড়ে দিয়ে নিজের স্বার্থে বাঁচতে চেয়েছিলে।  সেভাবে না হলেও অন্তত কারোর স্বপ্ন পূরণ করার তাগিদে বাঁচবো। আমিও বেশ ভালোভাবে বাঁচবো।  নষ্ট অতীতকে চাপা দিয়ে হলেও বেশ ভালোভাবে বাঁচবো। আমিও একদিন চলে যাবো।  তোমার স্মৃতি থেকে বহু বহু ক্রোস দূরে।  তুমি যেমন গেছিলে,  হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়া একটা মানুষের চোখের জল ডিঙিয়ে, নিজের হাতে সাতরঙে রাঙিয়ে দেয়া কোনো এক মানুষের আকাশ নিকষ অন্ধকারে ঠেলে দিয়ে। সেভাবে না গেলেও, অন্তত ক

তুমি কি সুখি

 আসলেও কি তুমি সুখি হয়সো?  তোমার মনে কি কয়?  এহনো কি আমার লাগী মন আনচান আনচান করে?  মিসা কথা কওয়া ভালাই শিখসো?   ভালো না থাইক্কাও কও যে ভালো আসি সুখে আসি!  সব কিসু কি একেবারেই ভুইল্লা গেসো?  একেবারেই কি ভুইল্লা গেসো?  কত স্বপ্ন আসিন আমাগো?  ঘর হয়বো দর হয়বো,  বাচ্চাকাচ্চার মুখ দেহুম!  সুন্দর সুন্দর নাম রাহুম!  তোমারে মা কইয়া ডাকবো,  আর খালি কানবো তুমি অস্থির হইয়া যাইবা!  আমার কাসে দিবা আহারে!  কি থেকে কি হইয়া গেলো!  সব কিসু এলো মেলো!  এহন ঐ স্বপন গুলা কারে নিয়া দেহো?  আমার থেইক্কা ভালাই হয়বো হয়তো তোমার জামাই দা! এর লাগি তুমি আমারে মনও করোনা!   সব কিসু ভুলাইয়া দিসে তোমার জামাই!  এহন হয়তো ঠিক মত করে কামাই!  আহারে কি দিন গুলা আসিলো,  সবই মনে পড়ে কিন্তু কাউরে কয়না!  আমার যে এই যন্ত্রণা সহ্য হয়না!   আমিও চেষ্টা করি তোমার মত ভুইল্লা যাওনের লাই, আমি যে কিসু ভুইল্লা যায়তে পারিনাই!   কও তো কি আসিন এহন কি হয়লো?  তুমি আমারে ভুইল্লাই থাইক্কো!  তোমার সংসার দা ভালাই রাইখ্যো!   ভালা মত গুছাইয়া রাইখ্যো..  তোমার জামাই এর আদর সোহাগ গায়ে মাইখ্যো!

তুমি কি চিনবা আমারে?

 ★★তুমি কি চিনবা আমারে?★★ কোন একদিন যামু তোমাগো দোকানে চা খাইতে!  মুখখানা ঢাইক্কা মাথা গামছা প্যাছাইয়া, তোমাগো সবাইরে দেখমু চাইয়া চাইয়া!  তোমাগো বাড়ি দেখমু তোমাগো উঠান দেখমু! কল পারের নারকেল গাস দেখমু!  আমি যেদিন যামু ঐদিন হয়তো ঐ গাসগুলা নাও থাকতে পারে!  তাও যামু একদিন হয়লেও যামু!  তোমারে হয়তো দেখমু তোমার বাচ্চারে লইয়া খেলা করতাসো!  উঠান ভরতি মানুষ, ছোডো ছোডো বাচ্চাগুলান মারবেল খেলতাসে!  কেউ উকুন মারতাসে উঠানে বইয়া!   আমি খালি দেখুম কাওরে না কইয়া!   আমিও ভাবমু ইসস একদিন আমিও এই উদানে বইয়া চা খায়সিলাম,  কত জনের লগে এই উদানে বইয়া কথা কয়সি!  কত আলাপ গপ্পো করসি!  এহনও মনে পড়ে আহারে কি দিন আসিলো!  এহন সব অতীত হইয়া গেলো, তারপরও একদিন হয়লেও যামু,  তোমাগো দোকানের চা খামু!   কেউ যেনো চিনতো না পারে এরহম কয়রাই যামু!  বেডি মানুষের মত বোরকা পইরা হয়লেও যামু! তোমার সুখের সংসার দেখবার হয়লেও যামু আমার লগে যারা মিসতো তাগোরে দেখমু,  তারা এখন মেলা বড় হইয়া যায়বো!  যারা মুরুব্বি আসিন তারা হয়তো নাও থাকতে পারে,  যারা আমার লগে কথা কয়তো তারা হয়তো আমারে নাও চিনতে পারে,,  এহন কেদায় খোঁজ রাহে কারে!  আহারে কি দিনদা

দুই তলা ঘর

 ২০১৮ সালের ছবি!  দুই তলা ভাঙ্গা টিনের ঘর...  একটা চখি, ৫/৬থালা বাসন,  মাঝে মাঝে খালার গেন গেন!  কফি সপ এ জব, ২৮০০/- টাকা ভাড়া!  কারেন্ট বিল নিয়া ৩২০০/- মাসের ৫তারিখে দিতে হয়তো!  একটু লেইট কয়রা দিলেই খালার গেন গেন!  এই বাসাতেই একটা আবু নষ্ট হয়লো হায়রে কপাল আমার!   রাতের অন্ধকারে কত চিৎকার কয়রা কানলা,  কত বেতনা উঠলো তোমার,  পেতে চাপ দিয়া তোমার বেতনা সারাইতাম!  কত খুনসুটি জগড়া হয়তো!  সকাল বেলা গ্যাস থাকতো না অল্প গ্যাসে ভাত বসায়া নিয়া যায়তা!   রাতে ফিরলে খালার মত তোমার গেন গেন ফেন ফেন! কত স্মৃতি লুকায়া আসে এই ঘরদার ভিতর,  এখন সব অতীত, মনে রাখতে নাই!  এক পাশে কাঠের টং পাইট্টা খালার একখান পোলা আর তার বউ থাকতো!   সবই এহন স্মৃতি,  এইদাই বুঝি দুনিয়ার রিতী!   হায়রে নিয়তি!  😪

ভুইলা গেলা

 তুমি এত সহজে ভুইল্লা গেলা!  কিছুদিন না যায়তে অন্য কাউরে জড়াইয়া  ধরলা!  তোমারে দেইখা আমার অবাক লাগলো, আজকে তোমার আমারে অচেনা থেকলো!  এত সুন্দর অভিনয়দা করতে পারলা??  আমি আইজও তোমার অপেক্ষা করি, যদি কোনও ভুল করে থাহি তাহলে সরি!  আমি যে কেন পারিনা তোমারে ভুইল্লা থাহনের লাই, স্বয়নে স্বপনে তোমারে দেখতে পাই!  কবে যায়বা আমার এই স্বপন থেইক্কা?

ঘামের গন্ধ

 তহনও বোধ হোয় আমার ঘামের গন্ধ তোমার শইলো লাইগ্গা আসিন, সেই ঘাম শুকায়তে না শুকায়তে আরেক বেডারে লইয়া লাইয়া!  একই চখিত ঘুমাইলা?  তোমার বিবেকে একটুও বাধে নাই??  তোমার বুকে যহন ঐ বেডাই খামচাইয়া ধরলো তহনো কি তোমার আবেগ কাজ করেনাই?  আমি তো আজও কাউরে ধইরাও দেহিনাই, এহন আমি তো কোন মাইয়া গো দিকে তাকাইনা, আমি বুজলাম না কেমনে পারলা? মাইয়া মানুষ গুলান ই পারে,  গটর বেইচ্চা টাকা কামানোর লাইগ্গা,  তারা মনে করে গোসল দিলেই শেষ!  একটা জীবনের লাইগ্গা মায়া পর্যন্ত করেনা,  আমার চোহে এহনও ভাসে,  একদা বেডা মানুষ কি আনাম রাহে,  একটা বেডি মানুষের শয়ল পাইলে??  আমি তো হেয়রহম করবার যায়না! আমার কিতা দূষ আসিন গো?  আমার মনও নাই,  কইয়াও গেলানা যাওনের সময়!  খালি কল কয়রা কয়লা তোমার লগে থাহুম না,  কেন থাহুম না হেয়দা কয়লানা!   আমারে একটুও সয়লানা!    😪😪

ঘুম

 একদিন দেখবা ঘুমের মধ্যে চইলা গেসি না ফেরার দেশে!  আর আমুনা আর আমুনা,  এই দেশ এই মাটি আর ভালা লাগেনা!   কিরুম জানি লাগে?  আমার কাসে কিরুম কিরুম জানি ঠেহে! বিষাক্ত লাগে হাওয়া বাতাস,  বিরক্ত লাগে ভালা লাগেনা!  একদিন দেখবা এমন ঘুমানি দিমু,  সবাই ডাকবো চোখ খুলতাম নিমু,  কিন্তু পারতাম না!   কত গুনা যে করসি এই দুনিয়াত থাকতে, আহারে....   খালি ভাবি কি যে হয়বো,  আমি তো ঘুমায়াম আমার আবার কি হয়তো?  সব কিসু ঠিকই থাকবো আমি থাকতাম না!   আমি খালি ঘুমায়াম শান্তির ঘুম!  আহ্

কপাল

 আমার ভাগ্য দা খারাপ, কি কপাল নিয়া যে জন্মায়সি একমাত্র সৃষ্টিকর্তা কয়তে পারবো?  যেই জায়গাতে যায় খালি শূন্য,  আমার কোন হয়না পূন্য!  কত কষ্ট কয়রা থাহি টা একমাত্র সৃষ্টিকর্তা আর আমি ছাড়া কেউ জানেনা!   কবে যে সৃষ্টিকর্তা আমার দিকে চোখ তুইল্লা তাকায়বো হেই ভালা জানে!  আর কয়দিন যে এই কষ্ট নামক ছায়ার লগে আপস কয়রা থাকতে হয়বো?   আমি খালি ভাবি যদি আমার মরণ হয়তো,  ভালাই হয়তো আর ভালো লাগে না এই জগৎ, আমারই সব বাকি তাইলে পরে সবারই নগদ!  আর কত এই জগতে কি যে দেহুম?  সৃষ্টি কর্তা রে কয় আমারে মরণ দেও নাইলে পরে এই চোখ দুইদা তুইল্লা নেও!  আমি অন্ধ হইয়া থাকবার চাই!  এই জগৎ টারে দেহনের ইচ্ছা নাই...  আমারে কেন যে বানাইলো আর এই জগতে পাঠায়লো?   এই কষ্ট দেহনের লাই?? আর সইহ্য করতাম পারিনা,,  ভালাই ভালাই আমারে নিয়া যাও  নাইলে চোখখু দুইদা তুইল্লা নেও!

বদলে গেসি

 তুমি চলে যাওয়ার পর অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছো তুমি, বদলে গেছি আমি,  এবং আমাদের মাঝে থাকা সম্পর্কের ডাকনাম।  তুমি থাকাকালীন সময়ে অশ্রুতে সাগর হতো যে চোখে, সে চোখ এখন ধু ধু মরুভূমি। অল্পতে আর অশ্রু ঝড়ায় না সে। তোমার জন্য অপেক্ষা করে এখন আর আক্ষেপ করতে হয় না তাকে। কারণ সে বুঝে গেছে,  অপেক্ষা তো তার জন্যই করা যায়, অপেক্ষার মূল্য যে রাখে। তোমার চোখে চেয়ে যে পৃথিবীর বি'ষাদ ভুলতে চেয়েছে, তোমার প্রস্থান মেনে নিতে শিখে গেছে সে। তোমায় পুরোপুরি ভুলতে পারেনি ঠিকই, তবে তোমায় ছাড়া ভালো থাকতে শিখে গেছে। তুমি চলে যাওয়ার পর..

সস্তা প্রেম

 সস্তা প্রেমের গল্প!  টাকা নাই প্রেমও নাই, ভালবাসা জানালা না দরজা দিয়াই পালাই!  আইজ তোমার পকেটও টেহা আসে,  ভালবাসা মাইয়া মানসের দেহ আসে!  টেহা নাই কিসুই নাই!  সবাই কয় ভালবাসতে টেহা লাগেনা,  যারা কয় তারা হুদা মিসা কথা কয়! কত ভালবাইসা দেখলাম,  খালি টেহায় চিনলো আমারে চিনলোনা!   সব সময় টেহা পয়সা ঘুরে মাইয়া গো মাথায়, মগজে গিলুতে খালি টেহা আর টেহা গিল গিল করে ব্যথায়!  আর কিতা কয়তাম টেহা আসে যার,  ব্যাগ ভর্তি ভালবাসা তার!   আহারে ভালবাসা

কল্পনা

 কল্পনা!   হঠাৎ একদিন তোমার জামাই আর আমি কোন কারণ বসতো এক জায়গায় হয়লাম!  এক লগে বয়লাম!   কথায় কথায় প্রাক্তন প্রেমীকের কথা উঠলো,  আমিও কয়লাম আমার প্রাক্তনের কথা,  আমার ইনবক্স গুলা তারে দেখায়লাম,  আমি মুচকি হাসলাম,  ইনবক্সে কত নুংরা নুংরা কথা বার্তা,  ভালবাসা ভাল লাগার কথা বার্তা,,  না ছেড়ে যাওয়ার গল্প,  কত ফস্টি নস্তি!   আহারে...   তোমার জামাই দেইখা মাথায় হাত,  লাগায়া দিলো উতপাত,  আহারে বেচারা বিপদে,  পরে জানতে পারলাম সে নাকি তোমার জামাই!  তখন বাসায় গিয়া কি তোমারে রাখবো?  এখন তো আর চিঠির যুগ না,  যে পুইরা দিলেই সব শেষ!   এখন ইনবক্স এর বাংলাদেশ!   এই রকম যদি মিরাকেল হয়া যায় তাহলে কেমন থেকবো?  😄 শুধু কল্পনা করলাম!   জীবনে যদি সুযোগ আসে প্রয়োগ করতেও পারি!  মনে রেখো ছলনাময়ী নারী! 😁😄😄

অপেক্ষা

 এখনও অপেক্ষায় থাকি!  ফোনের ডিসপ্লে র দিকে চোখ রাখি!  যদি আচমকা কল আসে!  আচমকা কলের অপরপ্রান্ত থেকে চেনা গলার স্বর  বলে....   কেমন আছো?  করছো কি?  আমার অভিমান ভেঙেছি!  কিন্তু কলও আসেনা,  কণ্ঠস্বর ও ভাসেনা!  কারো অভিমান ভাঙেনা,, অবহেলার পাহাড়,  অযত্নের সমুদ্র,  তীব্র রাগের রুদ্র!   নারী তুমি পারো বতে!  সাত রঙা রাম ধনু হতে!  ভুল বলেছি রামধনু রও রং সাত টা পাল্টায়,  তুমি তো  একটাও বদলাতে পারোনি!  সময় সময় আবার ঠিকই গিরগিটির মত চামড়া বদলাও!  গিরগিটিও ভালো শত্র দেখলে চামড়া বদলায়! আর তুমি তো আমারে দেখে রুপ বদলাও!  টাকার যখন প্রয়োজন তখনই তোমার আসল রুপ চেনা যায়!  আমার বিপদে পাশেও ছিলেনা,  দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে!  এখন কি পেলে?  কিছু পেয়েছো কি?? পেয়েছো হয়তো!!  কোন এক রাজপুত্র,  যার বুরি বুরি টাকা, জায়গা জমি রাখা!  আমি শালা ভিখেরী,  এখনও ভাঙা ডিসপ্লের দিকে চেয়ে রয়!  এখনও করি অপেক্ষা!

আফসোস

আফসোস!!!  আফসোস হয়!  মেলা আফসোস হয়  তোমার সুখের ঘর দেহোনের লাই!  আসো তো ভালাই!  নাকি অন্য গো মত আসো উলপালটায়!  তুমি না সুখের সংসার করবার গেসো?  করসো করসো সুখের ঘর করসো?  একদিন আমারেও দেহায়ো তোমার সুখের ঘর!   দেহায়ো তোমার আদরের বর!   রাজরানীর মতই আসো তাইলে?  তুমি আমারেও রাজা বানাইতে পারতা চাইলে!