Posts

Showing posts from October, 2020

ভাষার বিড়ম্বনা

Image
মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে আমরা সেই ছোট কাল থেকে পড়ে আসছি বই পত্র থেকে। ভাষা যদি আমরা না জানি তাহলেই পরতে হয় নানান বিড়ম্বনায়, তেমনি এক বিড়ম্বনার কাহিনী আজ আপনাদের বলতে চাই ১৯৭৬সাল এর ঘটনা আমিও আমার আচ্চুর কাছ থেকেই শুনেছি। আচ্চুু আম্বি আরো কয়েক দম্পত্তি গেছে পাহাড়ে আলু তুলতে। পুরুষ দল এক দিকে আর নারীদের দল একদিকে!  জঙ্গলের কাছাকাছি আলু খুঁজেপাচ্ছিলো না তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আরো গভীরে যাবে। পাহাড়ি রাস্তা এলোমেলো পথ যাওয়ার সময় ঠিকই গেলো আলু সংগ্রহ করতে, কিন্তু আসার সময় হলো বিপত্তি!! আসার রাস্তা খুঁজে পাচ্ছিলোনা আম্বিরা এদিকে গারো ভাষায় অভস্ত্য।  বাংলা আর আসামিস ভাষা তার পারেইনা। একদিকে রাস্তা  খুঁজতে খুঁজতে হয়রান তার উপর পাহাড়ি রাস্তা।  এমন সময় তারা দেখলো  এক লোক ঘাস কাটছে..... তারা তাকে জিজ্ঞেস করলো "এক আম্বি" পথ পথ কোন দিকে??  লোকটিও নাকি কানে কম শুনতো সে হাসছে আর বলছে হে হে হে মুই তো গেজা কাটবার আয়সে গো গেজা কাটবার আয়সে! আরেকটা আম্বি বলতাসে আরে তোর কথা হয়নাই জিগাও রাস রাস কোন দিকে? তারা কেউ বলছে রাস রাস কোন দিকে কেউ বলছে পথ পথ কোন দিকে? আর ঐ লোকটিও অনর্গল বলেই চ

ধর্ষণ

Image
এক ফোঁটা বীর্য দু মিনিট ঘর্ষণ এক সেকেন্ডের কামনা এরই নাম ধর্ষণ। পুরুষের ক্ষনিকের শান্তনা  নারীর আজীবন যন্ত্রণা..  হে পুরুষ তুমি কি আসলেও পুরুষ? ধর্ষণ করে কি দেখাও তোমার পুরুষত্ব?  আসলে তুমি পুরুষ না তুমি কাপুরুষ।  তোমার জাগলে কামনা,কলা গাছে কর ফুটা  এবার মারো জুড়ে জুড়ে গুটা।  দেখবো তোমার পুরুষত্ব?