কপাল

 আমার ভাগ্য দা খারাপ,

কি কপাল নিয়া যে জন্মায়সি একমাত্র সৃষ্টিকর্তা কয়তে পারবো? 

যেই জায়গাতে যায় খালি শূন্য, 

আমার কোন হয়না পূন্য! 

কত কষ্ট কয়রা থাহি টা একমাত্র সৃষ্টিকর্তা আর আমি ছাড়া কেউ জানেনা!  

কবে যে সৃষ্টিকর্তা আমার দিকে চোখ তুইল্লা তাকায়বো হেই ভালা জানে! 

আর কয়দিন যে এই কষ্ট নামক ছায়ার লগে আপস কয়রা থাকতে হয়বো?  

আমি খালি ভাবি যদি আমার মরণ হয়তো, 

ভালাই হয়তো আর ভালো লাগে না এই জগৎ,

আমারই সব বাকি তাইলে পরে সবারই নগদ! 

আর কত এই জগতে কি যে দেহুম? 

সৃষ্টি কর্তা রে কয় আমারে মরণ দেও নাইলে পরে এই চোখ দুইদা তুইল্লা নেও! 

আমি অন্ধ হইয়া থাকবার চাই! 

এই জগৎ টারে দেহনের ইচ্ছা নাই... 

আমারে কেন যে বানাইলো আর এই জগতে পাঠায়লো?  

এই কষ্ট দেহনের লাই??

আর সইহ্য করতাম পারিনা,, 

ভালাই ভালাই আমারে নিয়া যাও

 নাইলে চোখখু দুইদা তুইল্লা নেও!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)