Posts

Showing posts from June, 2018

মুক্তমনার কবর/সৎকার

গ্রামের মোছনমানেরা Shahzahan Bachchu স্যারের যানাজা পড়তে এবং দাফন করতে চায়নি। মানুষটা মৃত্যুর কথা না ভেবে লাড়াই করছে ধর্মের বিরুদ্ধে। তাই তাঁকে মরতেও হয়েছে আরবের মুহাম্মদের রেখে যাওয়া খুনীবাহিনীর হাতে। ধর্মের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করা মানুষগুলো মরার পর তাঁর লাশের যানাজা পড়াতে হবে কেন? এই বাল নামাজ না পড়ালে কী হত না? এর আগেও দেখেছি কোন নাস্তিক মারা গেলেই তাঁর পরিবারের লোকজন আত্মীয়স্বজন ধর্মীয় রীতিতে মৃতদেহের সমাপন করে। কেন? ধর্ম না মানা মানুষটা কী মৃত্যুপূর্বে বলে যায় নাকি যে তাঁর মৃত্যুর পর প্রথা মেনে ধর্মীয় রীতিতে তাঁর মৃতদেহে সমাপন করতে? যেই মানুষগুলো ধর্মের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করেছে তাঁদের মৃত্যুর পর মৃতদেহ নিয়ে এই তামাশা করবেন না প্লিজ। এতে ওই মানুষগুলোকে চরম অপমান করা হয়। তাঁরা বেঁচে থাকতে বা বাঁচা জন্য ধর্মের কাছে মাথা নত করে নাই। তাই মৃত্যুর পর প্রথা ধর্মীয় রীতির কাছে নত করাবেন না প্লিজ। আমি জানুয়ারির ১ তারিখ ঘোষণা দিয়েছি মৃত্যু পর দেহদানের। যদি কোন কারণে সেটি পূরণ না হয় তাইলে পরিবার ও আত্মীয়স্বজনদের কাছে অনুরোধ, দয়াকরে মৃত্যুর পর প্রথা ধর্মীয় রীতি মেনে আমার

কেরে তুই???

Image
তুই বাঙালী, ধর্ম করেছে তোকে কাঙালি, ধর্মের প্রতি তোর এত বিশ্বাস! তুই কেরে নেস অন্যজনের নিঃশ্বাস। ধর্মের বইয়ে কি লেখা আছে কেরে নে তুই প্রাণ, যদিবা লেখা ধর্মের বইয়ে তুই কি দিতে পারবি ফিরিয়ে দিতে আরেকজনের জান??? ঐ বই কি পারবে ফিরিয়ে দিতে শান্তি যদি না হোস বিবেকবান। আমি বৌদ্ধ আমি মুসলিম,আমি হিন্দু আমি খ্রিষ্টান, যদি দেহ কেটে রক্ত বের করি এক, কোনটা কার রক্ত দিতে পারবি কি তার প্রমাণ??? আমি কবি, আমি লেখক, আমি শ্রমিক, আমি ডাক্তার! আমি পাল ,আমি গমেজ,আমি বড়ুয়া, আমি আক্তার। দেহ তো যাবে একদিন মাটির ঘরে, আমাকে মেরে ফেলা তুই কেরে???

ব্লগার হত্যা/মুক্তমনা হত্যা।

তুই বাঙালী, ধর্ম করেছে তোকে কাঙালি, ধর্মের প্রতি তোর এত বিশ্বাস! তুই কেরে নেস অন্যজনের নিঃশ্বাস। ধর্মের বইয়ে কি লেখা আছে কেরে নে তুই প্রাণ, যদিবা লেখা ধর্মের বইয়ে তুই কি দিতে পারবি ফিরিয়ে দিতে আরেকজনের জান??? ঐ বই কি পারবে ফিরিয়ে দিতে শান্তি যদি না হোস বিবেকবান। আমি বৌদ্ধ আমি মুসলিম,আমি হিন্দু আমি খ্রিষ্টান, যদি দেহ কেটে রক্ত বের করি এক, কোনটা কার রক্ত দিতে পারবি কি তার প্রমাণ???

সংগঠন নিয়ে কিছু কথা

Image
আমরা যদি একতা বদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের মাঝে কষ্ট থাকবেনা আশা করি । সবার অন্তরে সহযোগীতার মনভাব গড়ে তুলতে হবে,সংগ্রামী মনোভাব গড়ে তুলতে হবে,সংস্কৃতি মনোভাব জাগাতে হবে,সচেতনতা গড়ে তুলতে হবে। এটাই হবে আমাদের গ্রুপের মুলনীতি। কি বলেন?? আমরা গুতিকয়েক সংগঠন করে লাভ কি যদি আদিবাসীদের ঘরে ঘরে একটি প্রতিবাদী সন্তান জন্ম না দিতে পারি! আমাদের মনে রাখতে হবে যে ঐক্য, সংগ্রাম, সংস্কৃতি ধন্যবাদ, কারণ একার পক্ষে সম্ভব না গ্রুপ কে এগিয়ে নিয়ে যেতে। গারোরা একটু তে মনোমালিন্য করে এর কারণ তারা কোন সংগঠন এর সাথে যুক্ত না,  টাকা থাকলে একা একা চলতে চাই,কোন সংগঠনের প্রয়োজন মনে করেনা। সংগঠন এর মর্ম বুঝেনা।