বোরকা

 তুই বোরকা পড়ই,

আমিও থাহি ঢাহা শহরই, 

একদিন না একদিন হয়বো দেখা,

খেয়ে যাবা বেবাচেকা! 

তোরে দেখলে আমার মন মানতো না, 

তহন ভাইরাল মহিলার মত আবেগে কাজ করবো বিবেকে না!  

খালি চোখ দুইদা বাহির করবা, 

আর কাপড় দিয়া ডাইক্কা রাখবা! 

আমি যাতে না দেহি তোর দেহো,

তোরে খায়তাসে অন্য কেহো! 

আমার সহ্য হয়তো না রে?  

নিয়া আসো যে অন্য বেডারে! 

আচ্ছা তোমাগো কি মরনের ভয় ধর নাই?

ধর্মের ভয় ধর নাই তোমাগো লাইগ্গা কি নরক বলতে কিছু নাই?? 

ছলনা কয়রা যাওগা এইদা কি ভালা থেহে?

মানসে কি না দেহে?? 

বোরকা পইরো, 

সৃষ্টি কর্তারে ভয় ধর কয়রো!  

সৃষ্টিকর্তা রে না ধরায়লেও মানসম্মান দা একটু ধয়রা রাইখো,

মানসে কি কয়বো? 

তোমারে না আরেক বেডার লগে ৫বছর দেখসি, 

এহন আরেক বেডা কে? 

এই লাজ শরম টুকু রাইখো! 

তোমরা তো মহিলা কথায় আসে লজ্জা নাকি নারীর ভুষণ,

যে বেডা কয়লো হে কি,

 মিসা কথায় কয়লো নাকি?  

নারীর তো লাজলজ্জা টুকুন নাই! 

এক বেডারে রাইখা অন্য বেডার কাসে যায়! 

হায়রে হায়! হায়রে হায়... 

কি দিন দেখবো এই জামানায়!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)