অপেক্ষা

 এখনও অপেক্ষায় থাকি! 

ফোনের ডিসপ্লে র দিকে চোখ রাখি!

 যদি আচমকা কল আসে! 

আচমকা কলের অপরপ্রান্ত থেকে চেনা গলার স্বর 

বলে.... 

 কেমন আছো? 

করছো কি? 

আমার অভিমান ভেঙেছি! 

কিন্তু কলও আসেনা, 

কণ্ঠস্বর ও ভাসেনা! 

কারো অভিমান ভাঙেনা,,

অবহেলার পাহাড়, 

অযত্নের সমুদ্র, 

তীব্র রাগের রুদ্র!  

নারী তুমি পারো বতে! 

সাত রঙা রাম ধনু হতে! 

ভুল বলেছি রামধনু রও রং সাত টা পাল্টায়, 

তুমি তো  একটাও বদলাতে পারোনি! 

সময় সময় আবার ঠিকই গিরগিটির মত চামড়া বদলাও! 

গিরগিটিও ভালো শত্র দেখলে চামড়া বদলায়!

আর তুমি তো আমারে দেখে রুপ বদলাও! 

টাকার যখন প্রয়োজন তখনই তোমার আসল রুপ চেনা যায়! 

আমার বিপদে পাশেও ছিলেনা, 

দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে! 

এখন কি পেলে? 

কিছু পেয়েছো কি??

পেয়েছো হয়তো!! 

কোন এক রাজপুত্র, 

যার বুরি বুরি টাকা,

জায়গা জমি রাখা! 

আমি শালা ভিখেরী, 

এখনও ভাঙা ডিসপ্লের দিকে চেয়ে রয়! 

এখনও করি অপেক্ষা!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)