Posts

Showing posts from August, 2019

গারোদের ব্যবসায় সফলতা

Image
গারো দের ব্যবসায় অনিহা নিয়ে লিখেছিলাম একবার এবার লিখবো গারোদের ব্যবসায় সফলতা নিয়ে। বাড্ডায় এক গারো যুবক আমাকে দেখে মুখ লোকানোর কথা লিখেছিলাম একবার! ব্যবসায় কোন লজ্জা নেই,লজ্জিত হওয়ার কোন কারণ নেই। যারা সফলতা পেয়েছে তারা ব্যবসা করেই প্রতিষ্ঠিত। এখন গারো বাজার নামে ঢাকার কালাচাঁদ পুরে বাজার আছে যেখানে গারোদের যাবতীয় জিনিস পত্র পাওয়া যায় শুধু গারোদের যাবতীয় জিনিস নয় সব ধরনের জিনিস পাওয়া যায়। এবং গারো বাজার নামে পরিচিত লাভ করেছে। কিন্তু আফসোস থেকেই যায়, এই আগ্রহ টা যদি অনেক বছর আগে করতো তাহলে হয়তো গারো বাজার নয় গারো বাজার সুপার সোপে রুপান্তরিত হতো! একটা কথা কি কেউ এক লাফ দিয়ে গাছের চুড়ায় উঠতে পারেনা যেমন সত্য তেমনি কেউ এক ধাপে প্রতিষ্ঠিত হতে পারেনা। তাকে গাছে উঠতে হলে আসতে আসতে ধাপে ধাপে উঠতে হয়। গারো বাজার!! হ্যা এখানে চা, পান,মদির দোকান,সেলুন, টেইলার্স আছে। এগুলো ছোট করে দেখার কিছু নেই। চা দোকান হয়তো একদিন রেস্টুরেন্টে রুপান্তরিত হবে,মদির দোকান হয়তো মিনা বাজারের মত সুপার সোপ হবে,সেলুন হয়তো পার্সোনা পার্লার এ রুপান্তরিত হবে,টেইলার্স হয়তো রেমন্ড এর মত ব্র্যান্ড এ রুপান্তরিত হবে আমি

বেহায়াপনা প্রেম

Image
আমি ছিলাম (বেহায়া) যেদিন বলতে ব্রেকাপ সেদিনই ছুটে যেতাম বেহায়াপনা করে তোমার কাছে! বেহায়ার মত নির্লজ্জের মত তোমার ভালবাসা পাবার আশায় কিন্তু তুমি ফিরিয়ে দিতে একেবারে না তবে ক্ষনিকের জন্য! কিন্তু একদিন আসলেই তুমি আমাকে ফিরিয়ে দিলে আর গ্রহন করলেনা। তারপরও গিয়েছিলাম বেহায়ার মত। রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একপলক দেখার জন্য মাঝে মাঝে অনেক বেহায়াপনা করেছি তোমার হাত ধরে, তোমার সাথে সাথে গিয়ে বলেছি আর ভুল হবেনা এবারের মত ক্ষমা করে দাও শেষবারের মত বলেছি ফিরে এসো কিন্তু কে শোনে কার কাহিনী। আর ফিরে এলেনা। তোমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছি এটা ছিলো আমার সর্বশেষ বেহায়াপনা। মোবাইল কেড়ে নিয়ে এক মাসের মত নিজের কাছে রেখেছিলাম! আবার ফেরতও দিয়েছি। কত রাত জেগেছি, কত জাতীয় নেশায় না করেছি। তবু তোমাকে জানতে দেয়নি। এখন ঐসব হাস্যকর লাগে।  কতটা বোকা ছিলাম আমি হাহাহা।  শুধু তোমাকে পাবার আশায় একাকি থেকেছি দীর্ঘ ২বছর মানে ২৪মাস, ৬৭০দিন, এই দিন গুলো ছিলো প্রত্যেকটা দিন মনে যেন ১বছর। তারপরও ফিরে এলেনা।  তোমাকে না পাওয়াটাই ছিলো কপালে। তোমাকে পায়নি তাতে কোন দুঃখ নেই কিন্তু একটা জিনিস আমাকে আজও চিন্তিত

বেইমান জাতি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাঙালীর জাতির পিতাকে বাঙালীই হত্যা করতে পারে সে ক্ষেত্রে তুই গারো চাকমা মারমা ত্রিপুরা হাজং খাসিয়া উরাঁও সাঁওতাল তঞ্চঙ্গ্যা ম্রো খিয়াং খুমি পাংখোয়া চাক লুসাই উসাই বম মাহাতো মালো মাহালী মুন্ডা/পাহান তুরি সিং রাজবংশী রাজুয়ার কর্মকার পাত্র কোচ/বর্মন রাখাইন পাহাড়িয়া মুসহর রবিদাস রাই মল্লিক ঘটমাঝি কোলহে গন্জু মুন্ডারী ভূমিজ ভূইমালী বসাক/বড়াইক বাগদি ভূইয়া গড়াইত ঋষী তেলী কড়া মুনিপুরী বুনজার গন্দ ডালু খেরোয়ার হদি বানাইস প্রভৃত্তি জাতি-------তোদের নির্যাতন হত্যা করতে বুক কাঁপবে এ কেমন কথা!!!!