চাকরী

 ★একটা চাকরী হাড়ানোর গপ্প!★

এক গ্রামের পোলা গেলো চাকরী করতো ঢাহা শহরও,

চাকরী পাইলো না খাইয়া দা দাইয়া ডিউটি করতো!

পোলায় নতুন বিয়া কয়রা বউ রাইখা আয়সে গ্রামো,

মন কি আর মানে? মন খালি যায় বউ এর বারাত,

ফোনে কথা কয়লে কি আর পুসে? 

সারাদিন থাকতো ফোনে কান, 

ঐ জান এই জান কত জান!  

বউ কয়লো টাকা লাগবো জামা শিলায়সি,

পোলারে জিগায় কতদিন হয়লো ডিউটি? 

মাত্র ২০দিন সুইটি!  

বেতন এহন পামুনা আর ১০দিন অপেক্ষা করো! 

বউ কি আর মানে? 

পোলা যে না খাইয়া ডিউটি করে বউ কি টা জানে? 

তার লাগবো টাকা হায়রে টাকা! 

বেতন দেয়না পকেট ফাঁকা!  

বউএ কয় টাকা পাদাও নাইলে তোমার ভাত খাইতাম না! 

পোলা আর কি করে বউ বাচানোই  লাগবো, 

নয়লে তো বউ ভাগবো? 

মালিক দিয়া গেসে পানির বিল, 

ঐটাই দিয়া দিলো! 

মালিক রাতে আয়সা জিগাই টাকা করসো কি? 

পোলায় কয় আমি খরচ কয়রালছি! 

মালিকে রাগ করে গালাগালি করে পাঠায়া দিলো, 

চাকরী নত, 

মন করে ছতফত! 

বউ এ কয় টাকা পায়সি জামাও শিলায়সি,

পোলা মনে মনে কয় আমি তো চাকরী হাড়ায়সি! 

বউ রে কয়তেও পারেনা যে চাকরী গেসে? 

বউ যদি যায় এই কথা শুইন্না শেষে! 

হাতে নাই টেকা পোলায় রাস্তায় রাস্তায় ঘোরে,

খুদার জ্বালায় মরে! 

ঢাহা শহর আত্বীয় নাই, থাকবো কয় যায়বো কয়? 

পেতে খুদা চিন্তায় বেডা ঠিকই!  

গাড়ি নাই রাস্তায় গ্রামে যে যায়বো?

পেতে খুদা  টাকা নাই কয় খায়বো? 

পোলায় হাটে আব্দুল্লাহ পুর টু গাজিপুর,

হায়রে কত দূর! 

মধ্য রাত মশায় করে কুপোকাট, 

পুলিশ দেয় দৌড়ানি, হিজরা করে হেনস্তা! 

কয় যায় কি করে পাইনা কোন ব্যবস্থা... 

ভোর পাঁচ টাই গাড়ি পায়লো পোলা,

হাতে ৩৪৫টাকা নিয়া গ্রামে গেলো চইলা! 

বাড়ি বোইনে জিগায় মাত্র কয়েকদিন হয়লো ঢাহা গেলা? 

আবার কেন আয়লা? 

পোলায় থাকে চুপ!! 

চাকরী নাই কিসু নাই! 

বউ জানেনা পোলার যে চাকরী নাই, 

পোলা মিস কথা কইয়া বউরে বুঝায়! 

চাকরী আসে চাকরী করি! 

পোলায় জানে বাঁচি কি মরি? 

গেলো একটা জামার লাইগা চাকরী, 

হায় হায় এখন কি বা করি!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)