Posts

Showing posts from May, 2021

থংক্ষান্থি (অর্ধেক)

Image
জমি জমা নিয়ে বিরোধ, ধর্ষণ, নির্যাতন, সংস্কৃতিতে, উন্নয়ন কাজে বাঁধা। কত কিছু নিয়ে আন্দোলন!  আন্দোলন!.... হয়! রাজপথে নামে। কয়েকদিন আগেও হয়েছে বনবিভাগ এর সাথে। আরো কত ইস্যু নিয়ে আন্দোলন হয়। আমার চোখে দেখা ২০১৩/২০১৪সাল যমুনা ফিউচার পার্কের সামনে থেকে গারো আদিবাসী নারীকে তুলে নিয়ে ধর্ষণ। ঐ ইস্যু তেও কত মিটিং মিছিল রাস্তা অবরোধ আরও কত কি দেখেছি! শুরু দেখেছি কিন্তু  এর শেষ কোথায়??  কেউ কোনো আপডেট জানেনা /জানেনা বললে ভুল হবে  ।   জানার চেষ্টা করেনা। বাংলায় একটা প্রবাদ আছে শুরু আছে তার শেষ নেই আসলেও কথা টি একেবারেই মিল লক্ষ্য করা যায়।  আরো কত আন্দোলন দেখবো / দেখেছি/ দেখতেই থাকবো কিন্তু!!!   আন্দোলনের কোন শেষ নেই,ইতি নেই, সমাপ্ত নেই, নেই কোন ফলাফল।  শূন্য শূন্যই থেকে যাবে।  কত অধিকার আদায়ের আন্দোলন  দেখে যাবো??  আন্দোলন, আন্দোলন, আন্দোলন, সমাধান, সমাধান, সমাধান থংক্ষান্থি (অর্ধেক) এদিকেও না ঐদিকেও না মাঝ বরাবর। আমি বলছিনা যে আন্দোলন থামিয়ে দাও, আমি এ-ও বলছিনা যে আন্দোলন করোনা আমি বলছি/বলবো আন্দোলন করো কিন্তু!!!  আন্দোলনের কোন ফলাফল দাও!  থংক্ষান্থি রেখোনা অর্ধেক রেখোনা। আমি শুরু করলাম কিন্তু শেষ