অজুহাত

 অজুহাত 


কতনা অজুহাত ছিলো! 

সরি তিনটা হাত তোমার ডান হাত,বাম হাত আর অজুহাত, 

একটু কথা বলতে চাইলে ঘুমাবো মাথা ব্যথা,

রাত জাগতে পারিনা হেথা, 

এটা না ঐটা,..... 

যদি বলি এখন রাত জাগো কেন? 

এখন কি মাথা ব্যথা নেই? 

অজুহাত কি আমাতেই? 

দীর্ঘ ৫টা বছর কত ছলনা করেইনা কাটালে? 

কত ঘেরাকল না পাটালে! 

শেষ মেস আমাকেই হাতালে! 

আচ্ছা এখন তোমার মানুষ কি বলে একটু রাত জাগো? 

নাকি না বললেও না রাগো? 

আগে তো একটু হলেই রেগে যেতে,

এখন তোমার দিবসও রজনী কেমন করে কাটে??

আমি না এখনও খুব মিস করি,,,

কিন্তু মাঝে মাঝে এও চিন্তা করি আগের মত যেন না মরি! 

সুখেই আছো দেখলাম! 

রাত জাগো, নেই অজুহাত, নেই অভিযোগ,

Comments

Post a Comment

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)