নতুন জীবন

 এক বেডার প্রেম কাহিনী! 

এক বেডা ফেসবুকে কেমনে জানি পরিচয় হয়লো এক বেডির লগে , 

বেডি প্রেম কয়রা ছেকা খায়সে স্ট্যাটাশ দিসে, 

কমেন্ট করতো গিয়া ইনবক্সে কথা হয়লো, বেডিরে বুঝাইলো, 

কোন এক সিলেটি পুয়ার লগে প্রেম কয়রা নাকি ছেকা খায়সে! 

এমনে কয়রা একদিন কথা হয়, ভালা মন্দ জিগায়, পরে কেমনে কেমনে জানি প্রেম হয়লো বেডার লগে বেডির! 

নাম্বার চাইলো ফোনে কথা হয়লো, 

বেডি কয় বেডারে আহো দেহা কয়রা যাও,

বেডার তো মাথা নষ্ট কেমনে দেহা করবো সেই ধান্ধায়, 

বেডি কয় বেডারে আজকে দেখা করলে আমারে পাইবা না করলে ব্র্যাক আপ! 

বেডাই পড়লো মুশকিলে?? 

বেডাই হের কাছে টাকা চাই ওর কাছে টাকা চাই পাইনা দেখা করবো কেউ টেকা দিলে! 

পাইনা পাইনা কি করবো বেডাই?? 

পরে বড়দিন মার্কেট করতে তার মায়ে টেকা পাদায়! 

ঐদা লইয়া দিলো ছুট,

ঠেকায় কোন হালার পুত? 

একখান ময়লা শার্ট, ছেড়া পেন্ট পইরা গেলো, 

হায় হায় লেইট হয়লো নাকি? 

গিয়া কল কয়রা বেডিরে পাইলো! 

একটু লেইট হয়সে বলে কি রাগ বেডির!  

বেডি সুইস পেন্ট পইরা আয়সে লগে বান্ধবী?

বেডাই জিগায়লো কিসু খায়বা? 

বেডি আর বান্ধবী কয় না খামুনা, 

দেখা হয়সে এখন জায়গা! 

আচ্ছা তে যাওগা! 

একখান সিএনজি কয়রা গেলোগা, 

বেডাই খালি দেহে বেডিরে! 

আর মনে মনে কয় একলা থুইয়া গেলিরে! 

বেডার তেমন পসন্দ হয়নাই,

বেডির মাথায় উকুন ভড়া চুল, 

দেখতে কেমন জানি ভাষাও কয় আলাদা! 

তাও বেডাই কয় আচ্ছা যাওকগা, 

রাস্তায় যায়তে যায়তে বেডি রে কল দেয় কল ধরেনা? 

ধরে না তো ধরেইনা, 

একদিন হয় গেল তাও ধরে না!  

বেডাই মনে মনে ভাবে আমারে মনে হয় পছন্দ করে নাইক্কা!  

২দিন পরে মিসকল মারসে বেডি, 

পরে কল বেক করলো বেডা! 

বেডা জিগায় কেমন দেখলা কিসুতো কয়লা না! 

বেডি হাসি দেয়, কিসু কয়না!  

যাওকগা এমনে এমনে কথা চলে তাগো! 

বেডি যায়বো কামে ভাড়া নাই,

বেডারে কল দিয়া কয় টাকা পাদাও, 

বেডার তো চিন্তা কয় পাইবো এখন টাকা,

বড়দিন খাওয়া শেষ টাকা পইসা নাই হাতো! 

পরে বেডার শখের মোবাইল আসিন বেইচ্চা বেডিরে দিলো!

বেডিও নিলো! 

কিন্তু জিগায়লো না কেমনে দিলো টেহাদা? 

বেডি মানুষ!  

এমনে কয়রা চলতে থাকলো প্রেম! 

ভোর সকালে ঘুমা ভাঙ্গানির দায়িত্ব পায়লো বেডা, 

বেডি অফিস যায়বো সকালে কল দিয়া ঘুম ভাঙ্গায়তে হয়বো এই আরকি? 

আর কি বাকি? 

বাকি আসে আসে!  

বেডি কয় এই কাম ভাল লাগে না,  

ঢাকায় যামু নতুন চাকরী করমু? 

বেডি বেডা রে কয় তুমি ঢাহা যাও আগে 

বাসা দেহোগা এক লগে থাহাম! 

বেডার এক দিকে খুশি অন্য দিকে চিন্তা!!! 

কি করবো কয় যায়বো? টাকা পাইবো কয়?  

বেডি দেয় পেরা, 

হায়রে গেরা কলে বলে বেডা রাজি হয়লো! 

বেডার মা রে বুঝাইয়া কয়লো! 

ঢাহার বাড়িত নিলো! 

থাকলো খায়লো মাগার বেডায় বেডির লগে ঘুমাইতো পারেনা, 

মায়ে পাহাড়া দেয়, বোইনে পাহাড়া দেয়!  

হায়রে মুসকিল??  

বিয়া করলো বেডাই বেডিরে রাহে পাহাড়ায়,

এমন তো হয়তো পারেনা,  

মন তো আর মানেনা,  

বেডি টিরিংবিরিং করে! 

বেডারে রাইখা অন্য বেডার লগেও কথা কয়! 

চলতে থাহে তাগো প্রেম কাহিনী, 

প্রইথম প্রেম সন্দেহ অয় , অভিমান ওয় আরো কত কিছু ওয়!

বেডি কাম পায়সে অন্যখানে যায়বোগা, 

বেডা খালি কান্দে যায়তো দিতোনা, 

যদি ফালায়া যায়গা এই ভয়ে! 

তাও বেডি গেলোগা থয়ে! 

বেডি তো একদিন না যায়তেই পড়লো বিপদে, 

বেডারে ডাহে আমারে নিতে আয়ো, 

এহানের মালিক ভালানা লাগে ভয়ো!  

কোন কিসু চিন্তা না কয়রা গেলো বেডিরে আনতে! 

মালিক ছাড়তো চাইনা তাও জোড় কয়রা আনলো,

আবার ঘর বানলো, 

বেডির পেদো বাইচ্চা আয়লো, 

বেডা কয়লো রাইখা দেও,

বেডি কয় বাচ্চা রাখতাম না আরো কয় বাচ্চা রাখবা নাকি আমারে?? 

বেডার তহন চাকরী নাই, 

টেহা পয়সা নাই,  মুশকিলট পড়লো, 

তাও বেডাই বাচ্চা রাখবো কয়লো কিন্তু বেডি রাখতো চাইনা, কয় বাচ্চা রাখলে আমি মইরা যামু, 

আত্মহত্যা করমু নানান ভয় দেহায়লো বেডারে,

বেডি গ্রাম থাইক্কা তার মার কাছে টেকা আয়ন্না গ্রামে গেলো বাচ্চা নষ্ট করনইলাই,

বাচ্চা নষ্ট হয়লো, বেডি বেডারে কল কয়রা কয় তোমার ছেড়া হয়তো গো, 

হাত পাও হইয়া গেসিন গা,  নুনুও হয়সিন বলে তারা দেখসে,  

বেডা আফসোস করে আর কয় কি দোষ করসিলো বাচ্চা দা কেন তারে মারতে গেলা, 

হায়রে মানুষ, বেডার হাতও টেকা নাই পয়সা নাই,

চলতে থাহে এমন কয়রা দিন, 

দিন যায় মাস যায়, 

বেডাও চাকরী পায়, কাজ করে,  

বেডি আয়ে ঢাহা শহর, 

বাসা খুজে, বাসা পাইয়াও যায়! 

১৭০০ টেহার ঘর কবুতরের খুবরির লাহান,

থাহন লাগবো পরসে থেহান! 

বালিশ নাই,কম্বল নাই, 

হাড়ি নাই পাতিল নাই,  

দুই জন কবুতর লাহান থাহা লাগে,

বেডার এক আত্মীয় তা দেইখ্খা মায়া হয়লো, 

কম্বল দিলো বালিশ দিলো!  

নতুন সংসার, নতুন চাকরী, 

বেডাই বেতন পায়লো,  

আসতে আসতে সব কিনলো? 

চখি কিনলো, বালিশ কিনলো হায়রে সংসার রে! 

তারা একখান পাও রুটি খাইয়া দুইজনে দিন কাটায়তো, 

সুখেই আসিলো বেডা বেডি, 

এমনে কয়রা মাস যায় বছর যায়! 

পরে কেমনে জানি সংসারে ভাঙ্গন ধরলো,

বেডি আলাদা হয়লো, শেষ মেস চইলা গেলো! 

সংসার ভাঙ্গনের ২মাস না হয়তে বেডি আবার নতুন বেডা আনলো,

আর ঐ বেডা শুরু থেইক্কা যার কথা কয়লাম তার জীবন নষ্ট হয়লো, 

নেশা পানি করলো,  খারাপ হয়লো! 

বেডির চিন্তায় বেডি তো ভালায় আসে সুখেই আসে,

বেডা তো দুঃখের গাঙ্গো ভাসে!  

বেডাও পরে পরিবর্তন হয়লো,  

নেশা পানি ছাইড়া দিলো নতুন জীবন ঘরলো! 

সংসার করেনাই বেডাই, 

ভয় পাই আগের বেডির লাহান যদি করে! 

এই ধরে সংসার না করে!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)