আমিও একদিন চলে যাবো

 সেই দিনটা আর বেশি দূরে নয়, 

যেদিন একেবারে ভুলে যাবো তোমায়।

একটুও মনে পড়বে না তোমায়। 

মনে পড়বে নাহ তোমার আমার দিকে ওই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা চাহনি।

মনে পড়বে নাহ ছিলো কেউ একজন যে আমার জন্য এত্ত এত্ত পাগলামি করতো, 

সময়ের সাথে সাথে একদিন সেসবও ভুলে যাবো।

 ঠিক ভুলে যাবো না বরং ভুলতে বাধ্য হবো।

সেদিন হঠাৎই রাস্তায় হাঁটতে হাঁটতে একজনের সাথে অনাকাঙ্খিত ভাবে আলাপ, দুদিন পর সেটাও ভুলে গেছিলাম। 

এত অল্প সময়ে না পারলেও, অনেকটা সময় নিয়ে হলেও, একদিন তোমাকেও ঠিক ভুলে যাবো।


একদিন আমিও তুমিহীন খুব ভালোভাবে বাঁচবো।

 তুমি যেমন একজনকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়ে, তারপর স্বপ্নটাকে দুহাতে দুমরে মুচড়ে দিয়ে নিজের স্বার্থে বাঁচতে চেয়েছিলে। 

সেভাবে না হলেও অন্তত কারোর স্বপ্ন পূরণ করার তাগিদে বাঁচবো।

আমিও বেশ ভালোভাবে বাঁচবো।

 নষ্ট অতীতকে চাপা দিয়ে হলেও বেশ ভালোভাবে বাঁচবো।


আমিও একদিন চলে যাবো। 

তোমার স্মৃতি থেকে বহু বহু ক্রোস দূরে।

 তুমি যেমন গেছিলে, 

হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়া একটা মানুষের চোখের জল ডিঙিয়ে,


নিজের হাতে সাতরঙে রাঙিয়ে দেয়া কোনো এক মানুষের আকাশ নিকষ অন্ধকারে ঠেলে দিয়ে।

সেভাবে না গেলেও, অন্তত কারো আলোকিত জীবনের কারন হওয়ার লক্ষ্যে একদিন আমিও চলে যাবো।

চলে যাবো, তোমার দৃষ্টির অগোচরে।

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)