Posts

Showing posts from May, 2018

গারো আদিবাসী নাকি নৃগোষ্ঠী

Image
আমরা গারো কিন্তু একটু সংকুচিত, আমরা আদৌ জানিনা আমরা আদিবাসী নাকি নৃগোষ্ঠী???  বাংলাদেশ স্বাধীন হওয়ার শত শত বছর আগে যদি আমরা এই দেশে বসবাস করে থাকি তাহলে কেন আমরা আদিম না হয়ে নৃগোষ্ঠী তে পরিনিত হলাম। যারা আদি থেকে বাস করে আসছে তাদেরকে কি বলে আখ্যায়িত করা হয়??? নিশ্চয় আদিবাসী।  তাহলে কেন সরকার আমাদের কে নৃগোষ্ঠী বললো??? সরকারের কাছে টা প্রশ্ন থেকেই যায়। আমরা কি আদি থেকে বাস করে আসছিনা বাংলাদেশে??? ৯ই আগস্ট আদিবাসী দিবস বলে চিল্লাচিল্লি করছি কেন আমরা যদি আদিবাসী না হয়ে থাকি??? বিজ্ঞ দের কাছে প্রশ্ন থেকে গেলো??? ৯ই আগস্ট দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছি কেন??? আমরা যদি নৃগোষ্ঠী হয়ে থাকি??? আমরা তো নৃগোষ্ঠী আদিবাসী আদিবাসী বলে চিল্লাচিল্লি করলে কি সরকার আমাদের কথা শুনবে??? অবশ্যয় না কারণ আমরা নৃগোষ্ঠী!!

বিজাতি গমন

Image
কি দিয়ে শুরু করবো ভাবছি???😞... আমরা জাতিতে কি??? অবশ্যয় গারো। হ্যা গারো জাতি, সংখ্যা তে অনেক কম!!😞😞😞😞 আমরা আমাদের জাতিকে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে??? অবশ্যয় আমাদের জাতিসত্বাকে বাড়িয়ে তুলতে হবে। গারো জাতি জাতিতে বিবাহে আবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে অন্য জাতি সংমিশ্রণ করা যাবেনা।😖😖😖 আমি একটা উদাহরণস্বরুপ  বলি,, আমরা ধান চাষের জন্য বীজ সংরক্ষণ করি,, সেই বীজ হয় ভাল মানের এক প্রজাতির যেমন, পাইজাম। সেই বীজে যদি বিন্নি জাতের ধান থাকে তাহলে কি বলবো সংমিশ্রণ হ্যা সংমিশ্রণ। তখন দেখা যায় কি পাইজাম ধান গুলো নিচু আর বিন্নি গুলো উচু, দেখতে খারাপ দেখায়, বললেই চলে অসুন্দর। আর ভাত খেতে গেলেও ভাল লাগেনা। ঠিক কি না??? তাহলে গারো জাতির মধ্যে যদি অন্য জাতি থাকে তাহলে দেখতে কেমন দেখাবে????  নিশ্চয় অসুন্দর, মিশ্রিত।  হ্যা আমি সেটাই বলছি,,, এখনকার যুগের লক্ষণীয় বিষয়, আমাদের গারো বোনেরা যোগাযোগ মাধ্যম এ বিজাতিদের সাথে রিলেশনশিপ এ ঝরাচ্ছে।  😞😞😞😞😞😞 যা এক্কেবারে অভাবনীয় বিষয়। পরে কি হচ্ছে, গভীর সম্পর্কের নামে নিজস্ব ব্যক্তি গত ছবি আদান প্রদান করছে,, কিন্তু গারো বোন টি ঐ বিজাতি কে বিশ্বাস

কি করে গারো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়??

Image
গারো সমাজ এখন পিছিয়ে!! গারো সমাজ তাদের ঐতিহ্য কে আকরে ধরে রাখতে ব্যর্থ.... গারো রা যে সাংসারেক ছিল টা ভুলে গেছে!! এখন অন্য সমাজ ব্যবস্থা কে গ্রহন করছে,অন্য সংস্কৃতি কে পোষণ করছে! ঐতিহ্য গত পোষাক,ভাষা, কালচার ভুলে যাচ্ছে...এই ভুলে যাওয়ার মাধ্যমে তো সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না!! আমরা যতই চিল্লাচিল্লি করে বলি না কে আমি গারো, আমরা গারো!!! কিন্তু কয় গারো হলে গারো ভাষা বল, উত্তর কি জানেন??? পা রি না হেহেহে করে হেসে উঠবে এর মানে ভাষাকে তাছিল্য করা, তুচ্ছ করা,,  তাহলে গারো হলে কেমন করে যদি গারো ভাষা ঠিক মত বলতে না পারো,, মায়ের জন্ম গত ভাষাকে বা মাতৃভাষা ভুলে অন্য ভাষা কে ব্যবহার করা কি আমাদের সমাজ ব্যবস্থা???  অন্য সংস্কৃতি কে ধারণ করা কি আমাদের সমাজ ব্যবস্থা???? গারো সমাজ কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ভাষা কে সর্বোপরি ব্যবহার করতে হবে।  গারো ভাষা কে সংরক্ষণ করতে হবে। গারো ভাষা থেকে অনেক শব্দার্থ হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া শব্দার্থ গুলো কে  খুজতে হবে। আসুন আমরা সবাই বলি, আনচিং দা'ল না'ন ট্রি আনচিংনি খু'চি গল্প'না। একতা বদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাবো আমাদের সমাজ কে! 

গারো দের নিয়ে কিছু কথা।

গারো শব্দ কোথা থেকে আসলো??? গারো এর অর্থ কি?? আমি যতদূর জানি গারোরা আসলে গারুয়া ছিলো! এর কারনে গারো বলে ডাকা হতো, গারোদের আদি ধর্ম সাংসারেক ,সুর্য  দেবতা কে মানতে বললেই চলে প্রকৃতিরর পুজারী,,

বজ্রপাতে লোক মরতে তো মরছেই

দেশে বজ্রপাতে লোক মরতে তো মরছেই। গত ১০দিনে অনন্ত: ১১২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারও সাতক্ষীরা সদর ও শ্যামনগরে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিট বিস্তর পোস্ট করেছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বজ্রপাত বিষয়ে কিছুই বলা হয়নি। প্রশ্ন হলো হঠাৎ করে বজ্রপাতে মৃত্যু সংখ্যা কেন বাড়লো তা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। বিষয়টির কারণ খুঁজতে সরকারকে আন্তরিক হওয়ারও আহবান জানিয়েছেন সচেতন মহল।