তীক্ষ্ণ রুপ

 ময়রা গেলে কি আর তোমার এই তীক্ষ্ণ রুপ দেখতাম! 

ভালায় করসি ময়রা না গিয়া! 

অবশ্য মরনের লাই চেষ্টা করসিলাম!  

সাফল্য আসেনাই বলতে পারো সৃষ্টি কর্তা আমারে নেয়নাই!

খুব কষ্ট হয়সিলো সেইদিন কাউরে বুঝানোর মত আসিন না!  

খালি বুক চাপরায়সি আর কানসি! 

পরে ভাবলাম মরিনাই ভালাই করসি! 

তোমারে দেখমু একদিন! 

আমারে হয়তো দেখবা... 

কি দেখবা যা দেখবা সব পরিবর্তন! 

নতুন কিসু মানে পুনঃরুত্থান! 

মানুষ মইরা গিয়া জীবিত হয়লে যা হয় আর কি? 

এমনি তে তোমার কাছে আমি মৃত কিন্তু আমার কাছে আমি জীবিত! 

কারে কয় এসব কথা হা 

কারো কি শোনার মত কান আসে? 

সব কথা গুলা চলে বাতাসে!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)