মৃত্যু ভয়

 ইদানিং মৃত্যুকে ভয় পাই! 

কেমন যেনো ঠেকছে ভয় আর ভয়! 

জন্মেছি পাপে পাপ, 

সবাই দিলো অভিশাপ! 

কেউ তো আর যাবেনা সঙ্গে,

কাটিয়ে দিলাম রঙ্গে রঙ্গে!  

যতদিন আছি থাকবো পাপময়, 

মরে গেলে সবই হবে ক্ষয়! 

ভয় আর ভয়? 

তোমাদের ভিতরে কি এই মৃত্যুর ভয় করেনা কাজ? 

তোমাদের কি নেই শরম লাজ? 

মানুষের কতই না করেছি ক্ষতি?  

তোমাদের তবুও খোলেনা জ্যোতি? 

আঁখি খোলে দেখো মৃত্যুর কি স্বাদ?

কি ভয়ঙ্কর ও হতে পারে? 

ভেবেছো কি?

শুধু একটু ভাবো গভীরে? 

তুমি মিলিয়ে যাবে অচিরে! 

তোমায় কেউ করবেনা স্মরণ?  

হবে একদিন তোমার মরণ!!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)