মিতালী

মিতালী তোমার কি পরে মনে?
হাতে হাত রেখে ঘুরেছি দুজনে।
নাম না জানা কত ঊদ্যানে,
হয়তো প্রকাশ্যে নয় তো গোপনে! 
এই তো সেদিন বারিধারা নামক লেকে,
বসে ছিলাম দুজন একে বেকে!
কথা হলো দুজনার , 
কথা গুলো ছিলো ভাবনার! 
আচ্ছা মিতালি তোমার কি আছে মনে?
চুপি চুপি কথা হতো আমাদের মুঠোফোনে!  
কি আবেগ মিশ্রিত বার্তা পাঠাতে, 
কবিতা দিয়ে আমার ঘুম পারাতে। 
আচ্ছা বাদ দেও সেইসব কথা!
এখন করে মাথা বেথা!  
তোমার কি মনে আছে সেই জেগে থাকা রাত?
কত কথার ঝুড়ি হয়েছিলো প্রভাত। 
হয়তো মনে নেয় তোমার , 
আর মনে রেখেই বা কি করবে শুনি!
এখনো তোমার অপেক্ষায় প্রহর গুনি।
শুনেছি তুমি সুখেই আছো, 
তুমি নাকি বদলে গেছো!  
আর আমি আগের সেই আমিতেই রয়ে গেছি রাত জাগা হয় এখনো আমার, 
মনে পরে যায় তোমার কথা বারে বার। 
আর মনে পরবেই না-বা কেন?
তুমিই রয়েছো স্মৃতিতে যেনো। 







Comments

Popular posts from this blog

আমি নারী

থংক্ষান্থি (অর্ধেক)