আমি নারী



আমি নারী
আমার প্রিয় লাল শাড়ি,
আমি নারী
রেধে খাওয়ায় ভাত তরকারি।
আমি নারী
আমি সরকারী
আমি নারী,
পুরুষে করে আমায় কাড়াকাড়ি।
আমি জননী, আমি মাতা!
আমি প্রেমিকা, আবার আমিই পতিতা।
আমি কৃতিকা,আমিই ধর্ষিতা,
আমি আবার আমার চুলে বাধি ফিতা।
আমি অর্ধাঙ্গিনী আমিই বালিকা,
আমি দূর্বল আবার আমিই পরিচালিকা।
আমি নিত্য আমিই নতুন,
আমার জন্যই  হয় আবার খুনাখুন।
আমি অগ্নি আমি শিখা,
আমার জন্যই সবার পৃথিবী দেখা। 
আমি জাগি আমি জাগাই,
আমি রাগি আবার আমি রাগাই।
আমি রাত জাগি, আবার রাত জাগাই,
আমি ভাবি আবার আমাকে ভাবাই! 
আমি আলো, আমি পথ দেখায়,
আমি নারী,
বিশ্বাসে সবার হাত ধরি।
আমি নারী,
করিনা কারো সাথে বাড়াবাড়ি।
আমি নারী,
সংগ্রাম করতে পারি।
কারো সাথে নেই না কো আড়ি।

Comments

Post a Comment

Popular posts from this blog

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)