ভাষার বিড়ম্বনা


মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে আমরা সেই ছোট কাল থেকে পড়ে আসছি বই পত্র থেকে। ভাষা যদি আমরা না জানি তাহলেই পরতে হয় নানান বিড়ম্বনায়, তেমনি এক বিড়ম্বনার কাহিনী আজ আপনাদের বলতে চাই ১৯৭৬সাল এর ঘটনা আমিও আমার আচ্চুর কাছ থেকেই শুনেছি। আচ্চুু আম্বি আরো কয়েক দম্পত্তি গেছে পাহাড়ে আলু তুলতে। পুরুষ দল এক দিকে আর নারীদের দল একদিকে!  জঙ্গলের কাছাকাছি আলু খুঁজেপাচ্ছিলো না তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আরো গভীরে যাবে। পাহাড়ি রাস্তা এলোমেলো পথ যাওয়ার সময় ঠিকই গেলো আলু সংগ্রহ করতে, কিন্তু আসার সময় হলো বিপত্তি!! আসার রাস্তা খুঁজে পাচ্ছিলোনা আম্বিরা এদিকে গারো ভাষায় অভস্ত্য।  বাংলা আর আসামিস ভাষা তার পারেইনা। একদিকে রাস্তা  খুঁজতে খুঁজতে হয়রান তার উপর পাহাড়ি রাস্তা।  এমন সময় তারা দেখলো  এক লোক ঘাস কাটছে..... তারা তাকে জিজ্ঞেস করলো "এক আম্বি" পথ পথ কোন দিকে??  লোকটিও নাকি কানে কম শুনতো সে হাসছে আর বলছে হে হে হে মুই তো গেজা কাটবার আয়সে গো গেজা কাটবার আয়সে! আরেকটা আম্বি বলতাসে আরে তোর কথা হয়নাই জিগাও রাস রাস কোন দিকে? তারা কেউ বলছে রাস রাস কোন দিকে কেউ বলছে পথ পথ কোন দিকে? আর ঐ লোকটিও অনর্গল বলেই চলেছে মুই তো গেজা কাটবার আয়সে গো!!! ভাষা না বুঝলে এমনই হয়। একটা প্রশ্ন থেকে গেলো তাহলে তারা (আম্বিরা) কেমনে ঘরে ফিরলো???? 
পরের কাহিনী........... আচ্চুরাও আম্বিদের খুঁজতে খুঁজতে হয়রান।  পরে এক আচ্ছু নাকি তাদের খুঁজে পেয়েছিলো সেই ব্যক্তির সাথে আলাপ চারিতাই পরে তাদের সেখান থেকে সেই আচ্চুই এনেছিলো ।।  ঘটনা টা হলো আসামের ফাংসেংগিরীর।                          

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)