মানবতা আজ কোথায়?

একটা ধর্মীয় ছবিতে হাজার হাজার লাইক জমা হয়, কমেন্টে আমিন,আমেন বলে হাজার হাজার শ্রদ্ধা জানানো হয়।  কিন্তু একটি গরীবের সাহায্য চাইতে গেলে কারো কোন কিছু চোখে পরেনা । রক্তের জন্য সাহায্য চাইলে কেউ সাড়া দেয়না । এরই নাম ধর্ম ,এরই নাম মানব জাতি।
একটা মারিয়ার ছবিতে যত গুলো লাইক আর শেয়ার পরে ততোটা একটা মানবিক সাহায্যের পোস্ট দিলে লাইক পরেনা। শেয়ার করা হয়না একটি মানবিক সাহায্যের পোষ্ট যদি হৃদয়বান ব্যক্তির চোখে পরে বা পরতো তাহলে সে হয়তো ৫০০/১০০০৳ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসতো। আর আমরা তা করিনা শুধু মারিয়া,যীশু,সাধু,সাধ্বী দের ছবি নিয়ে ব্যস্ত থাকি।  যেখানে মানবিকতা নেই সেখানে ধর্ম থেকে কি লাভ?? কয়েক আগের ঘটনা এক গারো বোন এক্সিডেন্টে পা হারানোর অবস্থায় আছে   তার জন্য মানবিক সাহায্যের জন্য   পোষ্ট করা হচ্ছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছেনা আবার দেখলাম কোন বোম্বাই এর এক বোনের  জন্য মেসেজ আসছে বার বার এটা আমি ২০১৭ সালে দেখেছি আর ঐ এসএমএস টা  বার বার কেন দি??  আর কোথায় বোম্বাই আর কোথায় বাংলাদেশ এটা কি একবার চিন্তা করে দেখেছেন?? হাহাহাহ বোম্বাই এর জন্য এসএমএস করতে   পারো আর নিজের জাতি বোনের জন্য একটু পোষ্ট দিয়ে সাহায্য চাইতে লজ্জা লাগে? মারিয়ার এসএমএস আমার ইনবক্সে বার বার ঘুর ঘুর করছে তাদের কে বলতে গেলেই আইডি তে রিপোর্ট মারা শুরু করে দেয়? এই হলো গারো সমাজের মানবতা। 
                   

Comments

Post a Comment

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)