ধিক্কার জানাই



নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলে প্রচার করা হচ্ছে, গতকাল দেখলাম একটা ভিডিও, বৃহত্তর ময়মনসিংহের নৃতাত্ত্বিক জনউৎসব বলে অনুষ্ঠান করতে,! সে অনেকগুলো বিষয় পরিলক্ষিত যেমন নাচের সাথে গান,ভাষা,ব্যানার, আরো যারা উপস্থিত ছিলেন।  নৃতাত্ত্বিক বলে নাচের সাথে গান কোনটাই মিল নেই পোশাক এক-রকম অনুষ্ঠান অন্যরকম, আমি নৃতাত্ত্বিক কথাকে সমর্থন করিনা। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই নৃতাত্ত্বিক বলে প্রচার করছে ভালো কথা কিন্তু সঠিক সংস্কৃতি কে মুছে ফেলার জন্যও চেষ্টা করেছে। গারো আদিবাসী মেয়েদের দেখলাম আদিবাসী পোশাকে অন্য সংস্কৃতির গানে নাচছে। এমন কেন? যেখানে আমাকে নৃ বলে ছোট করা হচ্ছে সেখানেই বা আমি উপস্থিত থাকবো কেন? আর আবিমা ফেস্টিভ্যাল এর পর পরই হয়তো এই ঘৃণ্যযোগ্য কাজ টি করা হয়েছে গারো আদিবাসীদের লজ্জায় ফেলার জন্য প্রতিপক্ষ আছে হয়তো!  তাদের ধিক্কার জানাই।  

Comments

  1. নৃতাত্ত্বিক জন উৎসব এই নাম দিয়েছে কারা কিংবা আয়োজন করেছে কারা এটা জানা আগে জরুরী। যদি আমাদের আদীবাসিরাই এই নামে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তবে এর থেকে লজ্জা আর দুঃখের বিষয় আমাদের থাকতে পারেনা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)