প্রাতিষ্ঠানিক শিক্ষা বনাম অপ্রাতিষ্ঠানিক শিক্ষা

অপ্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে   অনেকেই অনেক কথা বলে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে কিছু হওয়া যায়না, বড় হওয়া যায়না আরও কত কি শোনা লাগে? আচ্ছা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা তারা কি করেছে সমাজের জন্য? তারা শিক্ষা নিয়ে গর্ব করতে করতে গর্ভবতী হয়ে যায়। তারা সমাজের সাথে মিশতে পারেনা প্রকৃতির সাথে মিশতে পারেনা।   সমাজ সেবা তাদের ধারা হয়না। গারো সমাজের কত জন প্রাতিষ্ঠানিক শিক্ষিত আছে বা তারা কি সমাধান করেছে সমাজের জন্য? কোন ক্ষেত্রেই তাদের অবধান দেখিনা শুধু নাম কামাই করেছে ঐটুকুই যা।  আমাকে দেখিয়ে দিন ঐ ব্যক্তি সমাজের জন্য এইরুপ কাজ করেছে যা সমাজের জন্য মঙ্গল হয়েছে! হ্যা আছে গুটিকয়েক তাও হাতে গুনা কবে করেছে কি করেছে তাও বলতে পারেনা। প্রাতিষ্ঠানিক শিক্ষাবিধ দের দেখি তো কি করে বা করছে? শুধু সার্টিফিকেট পাওয়া যাবে আর কিছুনা!   

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)