ওয়ানগালা আয় ব্যয় নিয়ে জনগণের প্র??


ওয়ানগালায় আয় ব্যয় নিয়ে জনগণের প্রশ্ন?? আমরা সাধারণ জনগণ জানতে চাই বা আমাদের আমাদের মনে প্রশ্ন লুকোচুরি করে?
ঢাকাই তিনটি ওয়ানগালা হয়।
প্রতিটি ওয়ানগালাই প্রতিবেদন বা ম্যাগাজিন বের হয়।
একবার হোক না আয় ব্যয়ের হিসাব সেই প্রতিবেদনে বা ম্যাগজিনে !
যারা ওয়ানগালাই অতিথি হিসাবে আসে তাদের জানা দরকার আমাদের এই ওয়ানগালা করতে কতটুকু ব্যয় করতে হয়।
পাশাপাশি আমাদের সাধারন মানুষেরও  জানা দরকার কতটুকু খরচ হয়?কতটুকু পরিশ্রম হয়?
একটু উপলব্ধি করি ওয়ানগালা করতে গিয়ে কমিটির সদস্যদের পকেট কতটুকু ফাকা হয়? আপনারা যদি প্রতিবেদনে খরচের ব্যপারটা তুলে ধরেন তাহলে হয়তো আমার মতন কালো ছায়া মুখে প্রশ্ন নিয়ে হয়ত আপনাদের পেছনে দৌড়াবে না।
কিন্তু হ্যা শুধু খরচের ব্যপারটা না দিয়ে গেইট এর টিকিট বিক্রি করে কতটুকু পেলেন,? দোকান ভাড়া দিয়ে কতটুকু পেলেন??  সেগুলোও তুলে ধরবেন।
আর হ্যা কোন অতিথি কতটুকু অনুদান দিলেন সেগুলো তো আর এই প্রতিবেদনে তুলে ধরা সম্ভব নয়,!সুতরাং সামনে ওয়ানগালাগুলোতে তুলে ধরবেন।পাশাপাশি গত বছরের ওয়ানগালাই কে কতটুকু অনুদান দিয়েছিল সেটি এই বছরের প্রতিবেদনে তুলে দরবেন।
আর এই প্রতিবেদনে যদি আপনাদের ওয়ানগালা কমিটির ব্যয়টি আয় এর অধিক হয়, তাহলে ওয়ানগালাই সামনে বার থেকে একটি অনুদান বক্স রেখে দিবেন,  সেই বক্সে যতটুকু সম্ভব অনুদান দিয়ে সাহায্য করব।
কিন্তু আমরা জানি,  আপনারা  কমিটির সদস্যরা সেটি করবেন না। আপনারা নিজের মাঝে লুকিয়ে  রেখে দেন  নিজেদের দুঃখ বেধনা৷
আশা করি আগামী বছর থেকে প্রতিবেদন আকারে জনগণকে জানার সুযোগ করে দিবেন!
পরিশেষে,সব ওয়ানগালাতে ম্যাগাজিন বের হয় কিন্তু দুঃখের বিষয় ম্যাগাজিনে আয় ব্যয় এর কোন প্রতিবেদন থাকেনা।  

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)