দেশ মাত্রী

দেশ মাত্রী.,,,    তানিয়া ডিব্রা
কি নামে ডাকবো তোমায় দেশমাত্রী তুমি।জন্মের পরে তোমারি কুলে ঠাই পেয়েছি আমি।এ যেন স্নেহে গড়া আদরে ভরা করেছিলে যত্ন।তোমাকে মা না বলে বলিবো আমি রত্ন।দেশমাত্রী তুমি অপার ভালোবাসা বিলিয়ে দিয়েছো।হাটি হাটি পা পা হাটতেও শিখিয়েছ।তোমার পরাগে তোমার সোহাগে হই যে মোরা ধন্য।তোমার সন্তান বলিয়া মোদের করো গন্য।আমরা তো অবুজ,সবুজ শস্যকে করি অবহেলা।দেখেও দেখিনা জোনাকি আর পাখিদের খেলা মেলা।ভুলিয়া যায় হায় কবি নজরুলের বিদ্রোহী গান।পদে পদে ক্ষনে ক্ষনে তোমাকেও করি অসম্মান।জানি আমি অপরাদ মোর ক্ষমার যোগ্য নহে।হৃদয়ে অনুতাপের যন্তনা বায়ুরুপে বহে।কি বলে ক্ষমা চাই ভাষা নেঈ জানা।আপন সন্তান বলে করিও আমায় ক্ষমা

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)