একতাবদ্ধতা



একতাবদ্ধ
#একান্ত_রেমা
আমরা ভুলে যাচ্ছি আমাদের ভাষা,

অন্য সংস্কৃতি এখন আমাদের ভরসা।

ছোটদের আর শিখাচ্ছিনা,

তারাও এখন বলে কিছু পারিনা।

এই পৃথিবী তে গারো জাতি আর থাকবেনা,

গারো এক জাতি ছিলো কেউ জানবেনা।

আমি লজ্জিত আমি লজ্জিত,

আমি আজ অন্য সংস্কৃতি তে সজ্জিত।

আমি গারে আমি গারো,

সবাই বলতে পারো।

আমি বলি গারো হয়না কারো,

থাকেনা মিল,

একজন আরেকজনক মারে শুধু কিল।

যদি থাকে একতা,

বড় হবে গারো জনতা।

কারো জন্য রেখে যাচ্ছিনা গচ্ছিত
তবেই হবে আমাদের সংস্কৃতি সঞ্চিত।

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)