কেরে তুই???


তুই বাঙালী,
ধর্ম করেছে তোকে কাঙালি,
ধর্মের প্রতি তোর এত বিশ্বাস!
তুই কেরে নেস অন্যজনের নিঃশ্বাস।
ধর্মের বইয়ে কি লেখা আছে কেরে নে তুই প্রাণ,
যদিবা লেখা ধর্মের বইয়ে তুই কি দিতে পারবি ফিরিয়ে দিতে আরেকজনের জান???
ঐ বই কি পারবে ফিরিয়ে দিতে শান্তি যদি না হোস বিবেকবান।
আমি বৌদ্ধ আমি মুসলিম,আমি হিন্দু আমি খ্রিষ্টান,
যদি দেহ কেটে রক্ত বের করি এক,
কোনটা কার রক্ত দিতে পারবি কি তার প্রমাণ???
আমি কবি, আমি লেখক, আমি শ্রমিক, আমি ডাক্তার!
আমি পাল ,আমি গমেজ,আমি বড়ুয়া,
আমি আক্তার।
দেহ তো যাবে একদিন মাটির ঘরে,
আমাকে মেরে ফেলা তুই কেরে???

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)