গারো আদিবাসী নাকি নৃগোষ্ঠী


আমরা গারো কিন্তু একটু সংকুচিত, আমরা আদৌ জানিনা আমরা আদিবাসী নাকি নৃগোষ্ঠী???  বাংলাদেশ স্বাধীন হওয়ার শত শত বছর আগে যদি আমরা এই দেশে বসবাস করে থাকি তাহলে কেন আমরা আদিম না হয়ে নৃগোষ্ঠী তে পরিনিত হলাম।
যারা আদি থেকে বাস করে আসছে তাদেরকে কি বলে আখ্যায়িত করা হয়??? নিশ্চয় আদিবাসী।  তাহলে কেন সরকার আমাদের কে নৃগোষ্ঠী বললো??? সরকারের কাছে টা প্রশ্ন থেকেই যায়। আমরা কি আদি থেকে বাস করে আসছিনা বাংলাদেশে??? ৯ই আগস্ট আদিবাসী দিবস বলে চিল্লাচিল্লি করছি কেন আমরা যদি আদিবাসী না হয়ে থাকি??? বিজ্ঞ দের কাছে প্রশ্ন থেকে গেলো??? ৯ই আগস্ট দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছি কেন??? আমরা যদি নৃগোষ্ঠী হয়ে থাকি??? আমরা তো নৃগোষ্ঠী আদিবাসী আদিবাসী বলে চিল্লাচিল্লি করলে কি সরকার আমাদের কথা শুনবে??? অবশ্যয় না কারণ আমরা নৃগোষ্ঠী!!

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)