কি করে গারো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়??


গারো সমাজ এখন পিছিয়ে!! গারো সমাজ তাদের ঐতিহ্য কে আকরে ধরে রাখতে ব্যর্থ....
গারো রা যে সাংসারেক ছিল টা ভুলে গেছে!!
এখন অন্য সমাজ ব্যবস্থা কে গ্রহন করছে,অন্য সংস্কৃতি কে পোষণ করছে! ঐতিহ্য গত পোষাক,ভাষা, কালচার ভুলে যাচ্ছে...এই ভুলে যাওয়ার মাধ্যমে তো সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না!!
আমরা যতই চিল্লাচিল্লি করে বলি না কে আমি গারো, আমরা গারো!!! কিন্তু কয় গারো হলে গারো ভাষা বল, উত্তর কি জানেন??? পা রি না হেহেহে করে হেসে উঠবে এর মানে ভাষাকে তাছিল্য করা, তুচ্ছ করা,,  তাহলে গারো হলে কেমন করে যদি গারো ভাষা ঠিক মত বলতে না পারো,, মায়ের জন্ম গত ভাষাকে বা মাতৃভাষা ভুলে অন্য ভাষা কে ব্যবহার করা কি আমাদের সমাজ ব্যবস্থা???  অন্য সংস্কৃতি কে ধারণ করা কি আমাদের সমাজ ব্যবস্থা???? গারো সমাজ কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ভাষা কে সর্বোপরি ব্যবহার করতে হবে।  গারো ভাষা কে সংরক্ষণ করতে হবে।
গারো ভাষা থেকে অনেক শব্দার্থ হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া শব্দার্থ গুলো কে  খুজতে হবে। আসুন আমরা সবাই বলি, আনচিং দা'ল না'ন ট্রি আনচিংনি খু'চি গল্প'না। একতা বদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাবো আমাদের সমাজ কে! 
বিঃদ্রঃ আরো কিছু কথা নিয়ে হাজির হবো আগামীর লেখনি তে।
ধন্যবাদ সবাই কে

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)