বিজাতি গমন

কি দিয়ে শুরু করবো ভাবছি???😞...
আমরা জাতিতে কি???
অবশ্যয় গারো। হ্যা গারো জাতি, সংখ্যা তে অনেক কম!!😞😞😞😞
আমরা আমাদের জাতিকে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে??? অবশ্যয় আমাদের জাতিসত্বাকে বাড়িয়ে তুলতে হবে। গারো জাতি জাতিতে বিবাহে আবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে অন্য জাতি সংমিশ্রণ করা যাবেনা।😖😖😖
আমি একটা উদাহরণস্বরুপ  বলি,,

আমরা ধান চাষের জন্য বীজ সংরক্ষণ করি,,

সেই বীজ হয় ভাল মানের এক প্রজাতির যেমন, পাইজাম। সেই বীজে যদি বিন্নি জাতের ধান থাকে তাহলে কি বলবো সংমিশ্রণ হ্যা সংমিশ্রণ। তখন দেখা যায় কি পাইজাম ধান গুলো নিচু আর বিন্নি গুলো উচু, দেখতে খারাপ দেখায়, বললেই চলে অসুন্দর। আর ভাত খেতে গেলেও ভাল লাগেনা। ঠিক কি না???

তাহলে গারো জাতির মধ্যে যদি অন্য জাতি থাকে তাহলে দেখতে কেমন দেখাবে????  নিশ্চয় অসুন্দর, মিশ্রিত।  হ্যা আমি সেটাই বলছি,,,
এখনকার যুগের লক্ষণীয় বিষয়, আমাদের গারো বোনেরা যোগাযোগ মাধ্যম এ বিজাতিদের সাথে রিলেশনশিপ এ ঝরাচ্ছে।  😞😞😞😞😞😞
যা এক্কেবারে অভাবনীয় বিষয়।
পরে কি হচ্ছে, গভীর সম্পর্কের নামে নিজস্ব ব্যক্তি গত ছবি আদান প্রদান করছে,, কিন্তু গারো বোন টি ঐ বিজাতি কে বিশ্বাস করে ছবি গুলো দিয়ে ছিলো। তার বিশ্বাসের প্রতিদান কি ভাইরাল.... 😞😞😞😞
ব্ল্যাকমেইল করা।  এই যদি হয় বিশ্বাসের প্রতিদান তবে কেন বিজাতির সাথে রিলেশনশিপ???  বার বার প্রতারিত হওয়ার পরেও কেন এত বিশ্বাস বিজাতীর প্রতি???

আমরা সমাজগুলোতে দেখি যারা পুর্বে বিজাতী গমন করেছে তারা সেই সমাজে নির্যাতিত, অবহেলিত, বঞিত,। সেইসব দেখেও কেন বিজাতীর কাছে গমন কর, প্রেম কর, বিশ্বাস কর??? বোনেরা


কটু সচেতন হোন, দেখবেন আমরাও একদিন জাতিতে বিশাল হব।

শেষ বেলায় বলবো,  আর নয় বিজাতি গমণ, হোক এবার নির্যাতন ধমন।।।

Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)