ভাবনা

 মাঝে মাঝে ভাবি সব কিছুই তো বিক্রি হয়,

শরীর, মগজ, সব কিছুই বিক্রি হয়... 

কিন্তু  দুঃখ কষ্ট বিক্রি হয়না  কেনো?? 

দুঃখ কষ্টও তো শরীরের অংশ।  

আমি যদি এই দুঃখ কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে হয়তো কোটিপতি থাকতাম!  

কেজি ধরে বিক্রি করতাম, 

আচ্ছা দুঃখ কষ্ট কি ভাড়া দেওয়া হয়??

সেই ব্যবস্থাও হয়তো নেই.. 

ভাড়া দিয়েও হয়তো এতদিনে কোটি পটি হয়ে যেতাম।  

সবাই সুখ কিনতে চাই.. 

দুঃখ কষ্ট কে কেউ নিতেও চাইনা, ভাড়াও নেয়না। 



Comments

Popular posts from this blog

আমি নারী

মিতালী

থংক্ষান্থি (অর্ধেক)