Posts

বিয়া

 বিয়া করলে যদি বেতন দিতো, তাহলে বিয়াদা আগে করতাম!  আমার দরকার টাকার, সারাজীবন সুখে থাকার!  আহারে বিয়া কয়রা বেতনের আশা করা আমি, না জানি বিয়া কত দামি!  বিয়া হয়লে বলে খাওন আর খাওন, বিয়ার পরে খালি খাদুন আর খাদুন!  খাইট্টা বউ রে কাপড় দেওন,  বাজার সদায় দেওন!   বিয়া যে কত্ত মজা,  যে করসে সে হয়সে সোজা!  বেতন বিহীন চাকরি,  বেতন ছাড়াই চলন আর চলন!

মৃত্যু

 মৃত্যুর থেকে আপন হয়তো আর কেউ নেই, জন্মেছে যে মৃত্যু আপন করে নেবেয়!  দুদিনের দুনিয়া কত আক্ষেপ,  যত যন্ত্রণা যত কষ্টেরা করে বিক্ষেপ!  কত স্মৃতি কত কথা থাকবেই! সমালোচনা না হলে তুমি মানুষ নও! আলোচনা তোমায় নিয়ে থাকবেই.... তোমায় নিয়ে মানুষ কত কিছু বলবে, তোমার তাতে গাভ্রানু চলবে?  তুমি চলো তোমার পথ ধরে,  একদিন মৃত্যু নিবে তোমায় আপণ করে!

নেশা

 কারো সাথে তেমন যোগাযোগ নেই!  সবাই যে যার মত ব্যস্ত!  কেউ টাকার নেশায়, কেউ বউ এর নেশায় আশক্ত!  আমি ভাই চিল মুডে আছি!  সিঙ্গেল পারসোন জিঙ্গা লালা 😃😃 যেখানে খুশি যায় যা পায় তাই খায়!  টেনশন নাই টেনশন নাই!  বউ এর পেরা নাই গার্লফ্রেন্ড এর পেরা নাই! আহহহ কি শান্তি! 😁😁 নাই কোন বিভ্রান্তি!   যারা বিয়া করসো তারা বুঝে?  ঠেলা কি ঠাপানো কি!  শালারা মর অল্প বয়সে বিয়া!   খাওয়াবি কি দিয়া  শালারা চুতিয়া! বুঝবি বুঝবি যেদিন হাগু করতে গিয়া লাকড়ি টুকায়বি সেইদিন বুঝবি!  আমারে খুজবি!  আরেকদল আসে বিয়া বিয়া করস?   গার্লফ্রেন্ড এর লাইগ্গা মরস!  শালা একদিন স্মরণ করবিরে মামা!  তখন গায়ে থাকবো না কোন জামা!

মৃত্যু ভয়

 ইদানিং মৃত্যুকে ভয় পাই!  কেমন যেনো ঠেকছে ভয় আর ভয়!  জন্মেছি পাপে পাপ,  সবাই দিলো অভিশাপ!  কেউ তো আর যাবেনা সঙ্গে, কাটিয়ে দিলাম রঙ্গে রঙ্গে!   যতদিন আছি থাকবো পাপময়,  মরে গেলে সবই হবে ক্ষয়!  ভয় আর ভয়?  তোমাদের ভিতরে কি এই মৃত্যুর ভয় করেনা কাজ?  তোমাদের কি নেই শরম লাজ?  মানুষের কতই না করেছি ক্ষতি?   তোমাদের তবুও খোলেনা জ্যোতি?  আঁখি খোলে দেখো মৃত্যুর কি স্বাদ? কি ভয়ঙ্কর ও হতে পারে?  ভেবেছো কি? শুধু একটু ভাবো গভীরে?  তুমি মিলিয়ে যাবে অচিরে!  তোমায় কেউ করবেনা স্মরণ?   হবে একদিন তোমার মরণ!!

বিচি আটায়

টেহা নাই কি করবাম, পকেট আতায়তে গিয়া দেহি টেহা নাই,  হায়রে হায় হায়রে হায়!  পকেট বরাবর নিজের বিচি আতায়লাম একদিন হবে  আমার পকেট ভর্তি টাকা!  তোরা শূন্য পকেট বিচি দুইদা আতা!  একদিন আমারও হবে জব!  আমিও মদ গিলবো গোপাগোপ!  কয়রে তোরা আয় দেখে যা!  একদিন হবে আমারও পকেট ভর্তি টাকা!  তোদের তখন থাকবে পকেট ফাকা!  আমিও চলবো একা একা!   এখন তোরা দিসনা আমায় দাম? দেখবি একদিন আমিও করবো Income!  টাকা নিয়া যাবো কালাচাঁদ পাড়া, মদ বিক্রেটা মানিরা আমায় দিবে ইশারা!  তোরা থাক মাগীপোলা লইয়া বেকার  আমিও হবো একদিন রুপিয়াকা মেকার!  কামাবো রুপি কারি কারি,  তোদের বউ করে সরকারি চাকুরী!   তোরা আবার কেউ ট্রেইনার  আবার কেউ ব্যবসায়ি,,   আমি ভাই তোদের কাছে এখন ধরাসায়ি!   হবে হবে একদিন আমারো টাকা,  আমিও মদ গিলে নাচবো জাকা নাকা! আরো নাম না জানা অনেকে!

মনে পরে ছোট বেলা! বাড্ডা গুপিপাড়া

 মনে আছে নাকি কারো?? , 😁😆😆 ৯০দশকে যারা জন্ম নিয়েছি তারা সিডি,ডিভিডি, বিশিআর এর সাথে পরিচিত। ছোট কালে বাড্ডা গুপিপাড়ায় বড় হয়েছি কারো ঘরে তেমন টেলিভিশন ছিলো না, সাদা কালো টেলিভিশন ছিলো হাতে গুনা কয়েকটা পরিবারে, রঙিন টেলিভিশন দেখতে হতো বাড়িওয়ালাদের বাসায়, তখন ২টা চ্যানেল ছিলো আমার যতদূর মনে পড়ে একুশে টেলিভিশন আর সবার পরিচিত বিটিভি।  শনিবার আর রবিবার হতো সিনেমা!  একুশে টেলিভিশন এ সকালে হতো আর বিটিভি তে দুপুরে!   সবাই ঐদুিন অপেক্ষায় থাকতো সিনেমা দেখার জন্য!  রাতে হতো ধারাবাহিক নাটক পর্ব, নাটকের নাম গুলো মনে নেই! শুক্রবার হতো আলিফ-লায়লা,সিনবাদ,মেঘগাইবার,রেসলিং আরো কি কি প্রোগ্রাম মনে পড়ছেনা!  সবাই বিমুখ হয়ে থাকতো শুক্র,শনি,রবিবার এই তিন দিন এর জন্য!  পরবর্তী তে শুরু হলো সিডি ভাড়া করে দেখার যুগ,  আমরা ছোটরাও সিডি ভাড়া করে দেখা শুরু করলাম, মা, বাবা অফিসে থাকতো সেই সুযোগে আমরাও বাসায় সিডি এনে দেখতাম!  তো একটা স্মরণীয় ঘটনা ব্লু ফিল্ম দেখার জন্য সবাই বাইনা ধরলো কিন্তু কেউ সাহস করে আনতে পারবেনা ক্যাসেট, আমার উপরে দায়িত্ব পরলো যে আমাকে নিয়ে আসতে হবে,  আমার আবার খুব পরিচিত ছিলো সেই দোকানদার, ছোট

মানি

 খুব মনে পড়ে প্রয়াতঃ মানি ববিতা রাংসা কে!  তিনি ছিলেন অমায়িক, মিশুক, সবার সাথে তিনি মিশতেন,  এক কথায় সবার মা, দিদি, মানি,মাসি!  কারো কারো কাছে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার কাছে সবার সেরা! আমি দেখেছি কারো সাথে ঝগড়া করতেন না,  সবার সাথে হাসি মাখা মুখ নিয়ে কথা বলতেন! আমরা ছোটরা তাদের বাসায় যেতাম টম এন্ড জেরি কার্টুন, সাউলিন সোল্ডার আরো নানান ধরনের কার্টুন দেখতে তাদের বাসায় তখন বড় রঙিন টেলিভিশন ছিলো বড়রা যেতো খবর দেখতে! জামিনা হয়তো আরো কারো বাসায় রঙিন টেলিভিশন ছিলো কিনা তবে আমরা সবাই যেতাম তাদের বাসায়!   খুদা লাগলে বললেই হতো মামি খুদা লাগসে অমনি দিয়ে দিতো! না' শব্দ ছিলো  না  হাড়িতে  থাকলে! তাদের বাসায় প্রথম ল্যান্ড লাইনের টেলিফোন আবিস্কার করি! টেলিফোনে কথা বলতে অনেকেঔ যেতো তখন এত মোবাইল ছিলো না! তখন যারা কথা বলেছে তাদের হয়তো নাম্বারও মুখস্থ আছে! আমার দেখা মতে কাউকে টেলিফোনে কথা না বলে ফেরত আসতে দেখেনি!  সবাই কম বেশ এই  যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করেছে!  অনেক অনেক মিস করি তোমায় মানি!(মামি) রাস্তা ঘাটে দেখলেও আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে, কেমন আছো? কোথায় আছো? এখন কি করছো? এখন হয়তো কেউ আর জিজ